মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ

স্কটল্যান্ডকে গুঁড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

২২ জানুয়ারি ২০২৫

স্কটল্যান্ডকে গুঁড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার ধারা এদিনও ধরে রেখেছিল বাংলাদেশ। তবে অধিনায়ক সুমাইয়া আক্তারের দৃঢ়তায় বড় সংগ্রহ পেয়েছিল তারা। এরপর বাকি কাজটা সারলেন বোলাররা। স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সুপার সিক্সে উঠে গেছে বাংলার মেয়েরা।

বুধবার মালয়েশিয়ার বাঙ্গিতে ‘ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সুমাইয়ার ২৯ রানের ওপর ভর করে বাংলাদেশের ইনিংস থামে ৯ উইকেটে ১২১ রানে। জবাবে ৮ উইকেটে ১০৩ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড।

তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে সুমাইয়ার দল। সুপার সিক্সে তাদের প্রতিপক্ষে হবে ‘এ গ্রুপের প্রথম ও তৃতীয় দল। সেই গ্রুপ থেকে এরই মধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণার উইকেট হারায় বাংলাদেশ। তবে ফাহমিদা ছোঁয়া (১৪) ও জুয়াইরিয়া ফেরদৌসের (২০) ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। তবে ১০ ওভার শেষে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।

ষষ্ঠ উইকেটে আফিয়া ইরা ও সুমাইয়ার ৩৮ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। ১৯ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন ইরা। শেষ পর্যন্ত ৩৬ বলে ২৯ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক সুমাইয়া। 

জবাবে শুরুর চার ব্যাটারের দৃঢ়তায় শুরুটা ভালো হয় স্কটল্যান্ডের। কিন্তু বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পিপা স্প্রলের ৪১ বলে ৪৩ রান ছাড়া আর কেউই হাত খুলে খেলতে পারেননি। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। লেগ-স্পিনে ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা আনিসা আক্তার।

মন্তব্য করুন: