তানজিদের ব্যাটে চিটাগংকে গুঁড়িয়ে চার নম্বরে ঢাকা

২২ জানুয়ারি ২০২৫

তানজিদের ব্যাটে চিটাগংকে গুঁড়িয়ে চার নম্বরে ঢাকা

নিয়ন্ত্রিত বোলিংয়ে চিটাগং কিংসের সংগ্রহটা বড় হতে দেয়নি ঢাকা ক্যাপিটালসের বোলাররা। এরপর মাঝারি লক্ষ্য তাড়ায় প্রতিপক্ষের ওপর রীতিমত ঝড় তুলে দলকে টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি এই ওপেনারের অপরাজিত ৯০ রানের ইনিংসে ঢাকা জয় পেয়েছে ৮ উইকেটে।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ পায় চিটাগং। জবাবে ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।

দশম ম্যাচে তৃতীয় জয়ে বর্তমানে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

ব্যাট হাতে মৌসুমজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা তানজিদ খেলেন টুর্নামেন্টে নিজের চতুর্থ পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ১০ ইনিংসে ৪৬ দশমিক ৬৬ গড় এবং ১৪৩ দশমিক ৮৩ স্ট্রাইক-রেটে ৪২০ রান করা বাঁহাতি এই ব্যাটার আছেন রান-সংগ্রাহকের তালিকায় সবার উপরে। তিনটি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন একটি সেঞ্চুরিও।

টস জিতে ব্যাটিংয়ে নামা চিটাগং ৪০ রানের উদ্বোধনী জুটি পেলেও তা ছিল বেশ ধীরগতির। ৪৪ বলের এই জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। নাঈম ইসলাম ও গ্রাহাম ক্লার্কের দ্বিতীয় উইকেট জুটিতে দ্রুত রান এলেও পরে তা আর ধরে রাখতে পারেনি দলটি। ৩১ বলে ৪৯ রানের এই জুটি ভাঙতে কমে আসে রানের গতিও।

ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে পরের ব্যাটাররা হাত খুলে খেলতে না পারায় বড় সংগ্রহ গড়তে পারেনি চিটাগং। ৪০ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নাঈম। মোসাদ্দেক ও নাজমুল ইসলামের শিকার দুটি করে উইকেট।

রান তাড়ায় ঢাকাকে উড়ন্ত সূচনা এনে দেন তানজিদ-লিটন দাস জুটি। তবে ৭৫ রানের এই জুটিতে বেশি আগ্রাসী ছিলেন তানজিদ। ২৫ রান করা লিটন ফিরলে এই জুটি ভাঙলেও জয়ের ভিত পেয়ে যায় ঢাকা।

এরপর মুনিম শাহরিয়ার ও সাব্বির রহমানকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তানজিদ। ম্যাচসেরার পুরস্কার পাওয়া এই ব্যাটার তার ৫৪ বলের ইনিংসটি সাজান ৭ ছক্কা ও ৩ চারে।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]

মন্তব্য করুন: