রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনেও ব্যর্থ রোহিত

২৩ জানুয়ারি ২০২৫

রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনেও ব্যর্থ রোহিত

ব্যাট হাতে সময়টা এমনিতেই ভালো যাচ্ছিল না রোহিত শর্মার। বিসিসিআইয়ের নির্দেশনা মেনে এবং বাজে সময় কাটিয়ে উঠতে ফিরেছেন রঞ্জি ট্রফিতেও। কিন্তু নয় বছরের বেশি সময় পর ভারতের প্রথম শ্রেণি ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে প্রত্যাবর্তনের দিনে ব্যর্থ হয়েছেন মুম্বাইয়ের এই ব্যাটার।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বিপক্ষে ম্যাচের প্রথম দিন স্রেফ ৩ রান করে আউট হয়েছেন রোহিত। ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়কের ইনিংসের স্থায়িত্ব ছিল ১৯ বল।

দিনের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খেলতে গিয়ে মিড অফে সহজ ক্যাচ দিয়ে সাজঘরের পথ দেখেন রোহিত।

এর আগে ডানহাতি এই ব্যাটার ২০১৫ সালের নভেম্বরে সবশেষ রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। সেবার উত্তর প্রদেশের বিপক্ষে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেন ১১৩ রানের ইনিংস।

এদিন টেস্ট দলের উদ্বোধনী জুটির সঙ্গী যশস্বী জয়সোয়ালকে নিয়ে মুম্বাইয়ের ইনিংস শুরু করেন রোহিত। তবে তার আগেই সাজঘরের পথ দেখেন জয়সোয়াল। বাঁহাতি এই ব্যাটার ফেরেন ৮ বলে ৪ রান করে।

শুধু রোহিত-জয়সোয়ালই নন, এদিন ব্যর্থ ছিল আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার ও শিভম দুবেকে নিয়ে গড়া মুম্বাইয়ের তারকাবহুল ব্যাটিং লাইন-আপ। ৪৭ রানে ৭ উইকেট হারানোর পর দলটি শেষ পর্যন্ত অলআউট হয় ১২০ রানে।

টেস্টে টানা ব্যর্থতার মধ্যে থাকা রোহিত সবশেষ ১৫ ইনিংসে ফিফটি করেছেন মাত্র একটি। অস্ট্রেলিয়ার মাটিতে সম্প্রতি শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে পাঁচ ইনিংসে রান করেন মোটে ৩১। রানখরায় ভুগতে থাকা ভারত অধিনায়ক সিডনিতে হওয়া সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে নিজেকে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছিলেন।

অন্যদিকে বোর্ডের নির্দেশনা মেনে এই রাউন্ডের ম্যাচ দিয়ে রঞ্জি ট্রফিতে ফেরেন শুভমান গিল, রিশাভ পান্ত ও রবীন্দ্র জাদেজার মতো টেস্ট দলের নিয়মিত ক্রিকেটাররাও। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন গিল ও পান্ত।

কর্ণাটকের বিপক্ষে ৪ রান করে ফিরেছেন পাঞ্জাবের গিল। অন্যদিকে জাদেজার সৌরাষ্ট্রের বিপক্ষে ১ রান করে আউট হয়েছেন দিল্লির হয়ে খেলা পান্ত।

মন্তব্য করুন: