বদলি হিসেবে হার্শিতের খেলার ব্যাখ্যা চায় ইংল্যান্ড

১ ফেব্রুয়ারি ২০২৫

বদলি হিসেবে হার্শিতের খেলার ব্যাখ্যা চায় ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে ভারতের জয় ছাপিয়ে আলোচনায় শিভাম দুবের কনকাশন বদলি হিসেবে মাঠে নামা হার্শিত রানা। রান তাড়ায় দারুণ শুরু করা ইংলিশরা শেষ পর্যন্ত ম্যাচ হেরে গেছে ডানহাতি এই পেসারের বোলিং তোপে। আর এই কনকাশন বদলিকে কিছুতেই মেনে নিতে পারছে না ইংলিশরা। ম্যাচ রেফারির কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানিয়েছেন অধিনায়ক জস বাটলার।

শুক্রবার পুনেতে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে - ব্যবধানে এগিয়ে গেছে ভারত। বাজে শুরুকে পাশ কাটিয়ে দুবের ৩৪ বলে ৫৩ হার্দিক পান্ডিয়ার ৩০ বলে ৫৩ রানের সুবাদে উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা পেলেও ইংল্যান্ড অলআউট হয় ১৬৬ রানে।

ষষ্ঠ উইকেটে পান্ডিয়ার সঙ্গে ৪৫ বলে ৮৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে ম্যাচসেরা দুবে। ব্যাটিংয়ের সময় একটি বল হেলমেটে বাঁহাতি এই ব্যাটারের হেলমেটে লাগায় পরে তিনি আর ফিল্ডিংয়ে নামেননি। তার কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন ডানহাতি পেসার হার্শিত।

তবে কনকাশন বদলির নিয়ম অনুযায়ী, এটি হতে হবেলাইক-ফর-লাইক, অর্থাৎ দুই ক্রিকেটারকেই যতটা সম্ভব একই ধরনের হতে হবে। বিতর্কের শুরুটা এখানেই। হার্শিত নিখাদ পেস বোলার। অন্যদিকে দুবের নামের পাশে অলরাউন্ডার লেখা থাকলেও তিনি করেন মিডিয়াম পেস বোলিং। নিয়মিত বোলিংও পান না তিনি। ভারতের হয়ে ৩৪ ম্যাচের টি-টুয়েন্টি ক্যারিয়ারে ১১ বার বোলিংই পাননি। পুরো ওভার বোলিং করেছেন মাত্র দুই ম্যাচে।

গুরুত্বপূর্ণ সময়ে ৫৩ রান করে ভারতের জয়ের নায়ক দুবেঅন্যদিকে তার বদলি হিসেবে মাঠে নামা হার্শিতের অভিষেক হয় এই ম্যাচ দিয়েই। ১২তম ওভারে বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় বলে তুলে নেন লিয়াম লিভিংস্টোনের উইকেট। এরপর তুলে নেন জ্যাকব বেথেল এবং ইংল্যান্ডের জয়ে আশা টিকিয়ে রাখা জেইমি ওভারটনের উইকেটও।

ম্যাচ শেষে কনকাশন বদলির সিদ্ধান্তে নিজেদের ক্ষোভ জানান বাটলার। অবশ্য এটিকে ম্যাচ হারের কারণ হিসেবে মানতে নারাজ ইংলিশ অধিনায়ক।

এটা অবশ্যইলাইক-ফর-লাইক বদলি নয়। আমরা এটার সঙ্গে একমত নই। হয় শিভাম দুবের বলের গতি ঘণ্টায় ২৫ মাইল বেড়ে গেছে অথবা হার্শিতের ব্যাটিংয়ে আচমকা অনেক উন্নতি হয়েছে। এটা ছাড়া এমন হওয়ার কথা নয়।

এসব খেলারই অংশ। আমাদের উচিত ছিল ম্যাচটি জেতা। তবে এই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই।

দুবের কনকাশন বদলি হিসেবে হার্শিতকে নামার সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচ রেফারি ভারতের সাবেক পেসার জাভাগাল শ্রীনাথ ইংল্যান্ড দলের সঙ্গে কোনো আলোচনা করেননি বলে জানান বাটলার।

আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আমি ব্যাটিংয়ে নামার সময় এটিই ভাবছিলাম, হার্শিতকে কার বদলে নেওয়া হলো? তারা জানালেন, এটা কনকাশন বদলি। অবশ্যই সেটায় আমি দ্বিমত জানাই। এটা মোটেওলাইক-ফর-লাইক বদলি নয়।

তারা জানালেন যেন, ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কোনো মতামত নেওয়া হয়নি বা এই সিদ্ধান্তের প্রক্রিয়ায় ছিলাম না। তবে ব্যাপারটি পরিষ্কার হতে আমাদের জাভাগালকে কিছু প্রশ্ন করতে হবে আমাদের।

অভিষেকে ৩৩ রানে ৩ উইকেট নেন হার্শিতঅন্যদিকে ধারাভাষ্যে থাকা সাবেক দুই ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন নিক নাইট ম্যাচ চলাকালীনই এই কনকাশন বদলি নিয়ে প্রশ্ন তোলেন। কোনো রাখঢাক ছাড়াই পিটারসেন বলেন, “সে (হার্শিত) তো শিভাব দুবের লাইক-ফর-লাইক বদলি হতে পারে না। বিশ্বের যে কাউকে জিজ্ঞেস করুন, তারা একই কথা বলবে। দুবে তো জেনুইন পেসার নয়, রানা জেনুইন পেসার।

পিটারসেনের সঙ্গে একমত প্রকাশ করেন নাইটও।

অবশ্য ম্যাচ শেষে পুরো বিষয়টি ম্যাচ রেফারির দিকে ঠেলে দেন ভারতের সহকারী কোচ মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারের দাবি, বদলি হিসেবে নামার বিষয়টি হার্শিত নিজেও জানতেন না।

ব্যাটিং শেষে বেরিয়ে আসার সময় শিভামের মাথাব্যথার লক্ষণ ছিল। আমরা সম্ভাব্য উপযুক্ত একজন বদলির নাম ম্যাচ রেফারির কাছে পাঠাই, এরপর সিদ্ধান্তের ব্যাপারটি ম্যাচ রেফারির। সিদ্ধান্ত নেওয়ার সময় হার্শিত ডিনার করছিল। যতটা সম্ভব দ্রুত তৈরি হয়ে তাকে মাঠে নেমে বোলিং করতে হয়েছে।

এটা আমার ক্ষমতার বাইরে, সিদ্ধান্ত নিয়ে থাকেন ম্যাচ রেফারি। আমরা কেবল একটি নাম প্রস্তাব করতে পারি, এরপর বাকিটা আমাদের আওতার বাইরে।

মন্তব্য করুন: