বিপিএলে আলো ছড়িয়ে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি দলে খুশদিল-ফাহিম
১ ফেব্রুয়ারি ২০২৫
প্রায় আড়াই বছর ধরে ওয়ানডে দলের বাইরে ছিলেন খুশদিল শাহ। এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি ফাহিম আশরাফও। তবে চলতি বিপিএলে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পেয়েছেন এই দুই ক্রিকেটার।
শুক্রবার মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরেছেন বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ফখর জামান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া গোঁড়ালির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে জায়গা হয়নি উদীয়মান ওপেনার সাইম আইয়ুবের।
এই দল নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে ২০২২ সালে আগস্টে সবশেষ ওয়ানডে খেলেন খুশদিল। মূল দলের হয়ে টি-টুয়েন্টি খেলেন সে বছর অক্টোবরে। এরপর থেকেই দলের বাইরে ছিলেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাট বলে দুর্দান্ত সময় পার করেন তিনি। ১০ ম্যাচে ৫৯ দশমিক ৬০ গড় এবং ১৭৫ দশমিক ২৯ স্ট্রাইক রেটে রান করেছেন ২৯৮। বাঁহাতি স্পিনে এখন পর্যন্ত যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেছেন তিনি।
অন্যদিকে বিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মিডিয়াম পেসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন ফাহিম। ফরচুন বরিশালের হয়ে ক্যারিয়ার সেরা ৭ রানে ৫ উইকেট বোলিং করেছেন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।
পাকিস্তানের হয়ে ফাহিম সবশেষ মাঠে নামেন ২০২৩ সালের ডিসেম্বরে, টেস্ট ক্রিকেটে। আর সবশেষ ওয়ানডে খেলেন সে বছর সেপ্টেম্বরে।
গত অক্টোবরে বাবর আজমকে বাদ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পিসিবির সমালোচনা করেন ফখর। পরে বাঁহাতি এই ব্যাটারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। তবে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আবারও তাকে দলে ফেরানো হলো। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে এই ফরম্যাটে সবশেষ মাঠে নামেন তিনি।
আগামী ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পাকিস্তান। ‘বি’ গ্রুপে তাদের দুই প্রতিপক্ষ ভারত (২৩ ফেব্রুয়ারি) ও বাংলাদেশ (২৯ ফেব্রুয়ারি)
চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান দল:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ফখর জামান, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলী আগা, উসমান খান, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, নাসিম শাহ।
মন্তব্য করুন: