ঢাকাকে গুঁড়িয়ে শেষ দল হিসেবে প্লে-অফে খুলনা
১ ফেব্রুয়ারি ২০২৫
জিতলেই প্লে-অফ, এমন সমীকরণ মাথায় নিয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষকে অল্পতে আটকে সে রাস্তা অনেকটাই সহজ করে রেখেছিল তারা। রান তাড়ায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঝড়ো ফিফটিতে ৬ উইকেটের জয়ে শেষ দল হিসেবে প্লে-অফে উঠেছে ফ্র্যাঞ্চাইজিটি।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিমের ফিফটিতে ৯ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায় ঢাকা। জবাবে মিরাজের অপরাজিত ৭৪ রানে ১৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় খুলনা।
নিজেদের শেষ ম্যাচে এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে লিগ পর্ব শেষ করল মিরাজের দল। খুলনার সমান ১২ পয়েন্ট নিয়ে নেট রান-রেটে পিছিয়ে থাকায় আসর থেকে বিদায় নিয়েছে দুর্বার রাজশাহী। আর ১২ ম্যাচে ৩ জয়ে তালিকার ছয় নম্বরে থেকে আসর শেষ করল ঢাকা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে তানজিদের ব্যাটে ভালো শুরু পায় ঢাকা। কিন্তু অপরপ্রান্ত বাঁহাতি এই ওপেনারকে কেউ সঙ্গ দিতে পারেনি। ১০ রান করে লিটন দাস ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে ২৯ রানে। সঙ্গীরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও ২৮ বলে ৭ ছক্কায় আসরে নিজের চতুর্থ ফিফটি তুলে নেন তানজিদ।
তবে দলীয় ৮২ রানে তানজিদ ৫৮ রান করে সাজঘরে ফিরতেই ভেঙে পড়ে ঢাকার ব্যাটিং অর্ডার। হাসান মাহমুদসহ অন্যান্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্পতেই তাদের আটকে রাখে খুলনা। হাসানের শিকার ২ উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় নামা খুলনা ইনিংসের শুরুতেই নাঈম শেখ ও আফিফ হোসেনকে তুলে নিয়ে ঢাকাকে ভালো কিছুর আভাস দেন মুস্তাফিজুর রহমান। কিন্তু আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে আনেন মিরাজ। ৪ ছক্কা ও ৩ চারে ডানহাতি এই ব্যাটার ফিফটি তুলে নেন ৩৩ বলে। অপর প্রান্তে দুই অস্ট্রেলিয়ান অ্যালেক্স রস (২২) ও উইলিয়াম বোসিস্টোর (১৮) সঙ্গে আলাদা জুটি গড়ে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন খুলনা অধিনায়ক।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: