রেকর্ড ৩৬ ছক্কা নিয়ে বিপিএল শেষ করলেন তানজিদ
১ ফেব্রুয়ারি ২০২৫
আগেই বিপিএলের এক আসরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের করে নিয়েছিলেন তানজিদ হাসান তামিম। আসরে নিজের শেষ ম্যাচে সেই সংখ্যাকে আরও উচ্চতায় নিয়ে গেছেন ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার। আসর শেষ করেছেন ৩৬ ছক্কা নিয়ে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ৭টি ছক্কা হাঁকান তানজিদ, যার শুরুটা করেন প্রথম ওভারে নাসুম আহমেদকে তিনবার সীমানার ওপারে পাঠিয়ে। শেষ পর্যন্ত তার ৩৭ বলের ইনিংসটি থামে ৫৮ রানে।
এই মৌসুমের আগে বিপিএলের এক আসরে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি ছিল তাওহিদ হৃদয়ের। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৪ ইনিংসে ২৪টি ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটার। এবার তার চেয়ে দুই ইনিংস কম খেলে ১২টি ছক্কা বেশি হাঁকিয়েছেন তানজিদ।
এবারের আসরে নিজের খেলা প্রথম ছয় ম্যাচে কেবল ৮টি ছক্কা হাঁকান ঢাকার এই ওপেনার। এরপরই যেন খোলস ছেড়ে বেড়িয়ে আসেন তিনি। দুর্বার রাজশাহীর বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে ৬৪ বলে ১০৮ রানের ইনিংস খেলার পথে বাঁহাতি এই ব্যাটার ছক্কা হাঁকান ৮টি, চার ৬টি।
দেশি-বিদেশি ক্রিকেটার মিলিয়ে বিপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ক্রিস গেইলের। ২০১৭ সালের আসরে রংপুর রাইডার্সের হয়ে ১১ ইনিংসে ৪৭টি ছক্কা মারেন ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব। গেইলের এই রেকর্ড আপাতত অক্ষতই থাকছে। প্লে-অফের আগেই ঢাকা ক্যাপিটালস ছিটকে যাওয়ায় গেইলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই তানজিদের কাছে।
সব মিলিয়ে ১২ ইনিংসে ৪৪ দশমিক ০৯ গড় ও ১৪১ দশমিক ৩৯ স্ট্রাইক-রেটে ৪৮৫ রানে আসর শেষ করলেন তানজিদ। চার মেরেছেন ২৪টি। ৪টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়েছেন একটি। এখন পর্যন্ত রান-সংগ্রাহকের তালিকার সবারই ওপরে আছেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।
বিপিএলের এক আসরে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তানজিদের চেয়ে বেশি রান আছে শুধু তিন জনের। ২০২৩ সালে নাজমুল হোসেন শান্ত ৫১৬, ২০২৪ সালে তামিম ইকবাল ৪৯২ এবং ২০১৯ সালে মুশফিকুর রহিম ৪৯১ রান করেছিলেন।
মন্তব্য করুন: