পারিশ্রমিক না পেয়ে দেশে ফিরতে পারছে না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা
২ ফেব্রুয়ারি ২০২৫
এবারের বিপিএল দিয়ে আবারও টুর্নামেন্টে ফিরেছিল রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দুর্বার রাজশাহী নাম নিয়ে একাদশ আসরে যাত্রা শুরু করা ফ্র্যাঞ্চাইজিটি খেলোয়াড়দের ঠিকমত পারিশ্রমিক না দেওয়ায় পুরো টুর্নামেন্ট জুড়েই আলোচনায় ছিল তারা। এবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পারিশ্রমিক না পেয়ে এখনও হোটেলে অপেক্ষা করছেন দলটির বিদেশি ক্রিকেটাররা।
গত ২৭ জানুয়ারি নিজেদের সবশেষ ম্যাচ মাঠে নামে রাজশাহী। শনিবার লিগ পর্বের শেষ দিন পর্যন্ত প্লে-অফের দৌড়ে ছিল তারা। কিন্তু খুলনা টাইগার্স নিজেদের শেষ ম্যাচ জিতে নেওয়ায় খালি হাতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় রাজশাহীকে।
রোববার এক প্রতিবেদনে ক্রিকইনফো জানায়, পারিশ্রমিক না পাওয়ায় ঢাকায় টিম হোটেলে রয়ে গেছেন রাজশাহীর পাঁচ বিদেশি ক্রিকেটার। তারা হলেন – পাকিস্তানের মোহাম্মদ হারিস, জিম্বাবুয়ের রায়ান বার্ল, আফগানিস্তানের আফতাব আলম এবং ওয়েস্ট ইন্ডিজের মার্ক ডেয়াল ও মিগুয়েল কামিন্স। এদের মধ্যে কয়েকজন মোট পারিশ্রমিকের কেবল ২৫ শতাংশ অর্থ পেয়েছেন। আর বাকিরা এখন পর্যন্ত একটি টাকাও হাতে পাননি।
শুধু তাই নয়, গত ১১ দিন ধরে তাদের দৈনিক ভাতাও দেওয়া হচ্ছ না। খেলোয়াড়রা দেশে ফেরার বিমানের টিকিটের জন্য রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কাছ থেকে কোনো সাড়াও পাননি।
বিপিএলের শুরু থেকেই ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া নিয়ে টালবাহানা করে আসছে রাজশাহী। দলটির ব্যাটার এনামুল হক বিজয় জানান, টুর্নামেন্ট শুরুর আগে স্থানীয় ক্রিকেটাররা নিয়ম অনুযায়ী অগ্রীম ২৫ শতাংশ অর্থ পাননি। সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় চট্টগ্রামে একদিন অনুশীলন বন্ধ রেখেছিল ক্রিকেটাররা। অন্যদিকে একই কারণে ঢাকায় একটি ম্যাচ বয়কট করেছিল দলটির বিদেশি ক্রিকেটাররা। তবে দলের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে শেষ পর্যন্ত বার্ল ও হারিস পরের ম্যাচগুলো খেলেন। কিন্তু নেট রান-রেটে পিছিয়ে থাকায় বাদ পড়তে হয় রাজশাহীকে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক শাফিক রহমান ক্রিকেটারদের পারিশ্রমিক শোধ করার ব্যাপারে তাকে আশস্ত করেছেন। সময়মতো অর্থ পরিশোধ করতে না পারলে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন: