অভিষেকের ঝড়ে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল ভারত

২ ফেব্রুয়ারি ২০২৫

অভিষেকের ঝড়ে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল ভারত

ভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে ম্যাচের ফল অনেকটাই নিজেদের দিকে টেনে নিয়েছিল ভারত। বড় লক্ষ্য তাড়ায় আক্রমণাত্মক শুরু করেছিল ইংল্যান্ডও। কিন্তু দ্রুত রান তোলার নেশায় সফরকারীরা গুঁটিয়ে গেছে সাড়ে ১০ ওভারেই। ইংলিশদের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা দিয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে শেষ করেছে সূর্যকুমার যাদবের দল।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের জয় ১৫০ রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে অভিষেকের ১৩৫ রানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ফিল সল্টের ৫৫ রানের ঝড়ো ইনিংসের পর ইংলিশরা অলআউট হয় ৯৭ রানে।

ব্যাট হাতে ঝড় তুলে বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন অভিষেক। ৫৪ বল খেলে গড়েছেন ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। পেছনে ফেলেছেন শুবমান গিলের ১২৬ রানকে। এছাড়াও ১৩টি ছক্কা হাঁকিয়ে এক ইনিংসে রোহিত শর্মার ১০ ছক্কার রেকর্ড ভেঙেছেন অভিষেক।

রানের হিসেবে টি-টুয়েন্টিতে এটি ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। আগের রেকর্ডটিও ছিল ভারতের বিপক্ষে। ২০১২ সালে ৯০ রানে হেরেছিল তারা। এছাড়া আরও একবার দক্ষিণ আফ্রিকার কাছে একই ব্যবধানে হেরেছিল দুইবারের টি-টুয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা।

অন্যদিকে রানের হিসেবে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। সবচেয়ে বড় ব্যবধানের জয়টি আসে ২০২৩ সালে। নিউ জিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়েছিল তারা।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের পিটিয়ে তুলোধুনো করতে শুরু করেন অভিষেক। বাঁহাতি এই ওপেনারের তাণ্ডবে পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ভারত তোলে ৯৫ রান, যা টি-টুয়েন্টিতে পাওয়ারপ্লেতে দেশটির সর্বোচ্চ।

এরপর আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়ে দিয়ে ৩৭ বলে ১০ ছক্কা ও ৫ চারে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। মাঝে তাকে সঙ্গ দিয়ে ঝড়ো ব্যাটিংয়ে তিলক ভার্মা ১৫ বলে ২৪ এবং ১৩ বলে ৩০ রান করেন শিভাম দুবে।

শেষ পর্যন্ত অভিষেককে থামান আদিল রশিদ। এরপর শেষ দুই ওভারে ভারত তুলতে পারে ১০ রান।

লক্ষ্য তাড়ায় ফিল সল্টের তাণ্ডবে উড়ন্ত সূচনা পেয়েছিল ইংলিশরা। কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলে বেন ডাকেটকে ফিরিয়ে ধসের শুরু করেন মোহাম্মদ শামি। অপরপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ২১ বলে ফিফটি তুলে নেন সল্ট। ডানহাতি এই ব্যাটারের ঝড়ে পাওয়ারপ্লেতে ৩ উইকেটে ৬৮ রান তোলে সফরকারীরা।

অষ্টম ওভারের প্রথম বলে পঞ্চম ব্যাটার হিসেবে সল্ট যখন সাজঘরে ফেরেন তখন ইংলিশদের রান ছিল ৮২। সেখান থেকে আর ১৫ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারিয়ে তাদের ইনিংস শেষ হয় ১০ ওভার ৩ বলে।

শামির শিকার ৩ উইকেট। দুটি করে উইকেট নেন অভিষেক, বরুণ চক্রবর্তী ও দুবে।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: