বিপিএলের প্লে-অফ থেকে বসেছে তারকাদের মেলা

৩ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএলের প্লে-অফ থেকে বসেছে তারকাদের মেলা

এবারের বিপিএলের শুরু থেকেই ছিল তারকা ক্রিকেটারদের সংকট। মানহীন সব বিদেশি ক্রিকেটারদের দিয়ে লিগ পর্বের প্রায় পুরোটা সময় পার করেছিল বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। তবে প্লে-অফ শুরু হতেই যেন তারকাদের মেলা বসেছে।

সোমবার শুরু হওয়া প্লে-অফের লড়াইয়ের আগে বিপিএলে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, অস্ট্রেলিয়ার টিম ডেভিড ইংল্যান্ডের জেমস ভিন্স। এছাড়াও লিগ পর্বের শুরুর দিকে পাঁচটি ম্যাচ খেলা কাইল মায়ার্স আবারও ফরচুন বরিশালে যোগ দিয়েছেন।

নিজেদের প্রথম আট ম্যাচের সবকটিতে জিতে দুর্দান্তভাবেই টুর্নামেন্ট শুরু করেছিল রংপুর রাইডার্স। কিন্তু এরপরই যেন খেই হারিয়ে ফেলে তারা। পরের চারটি ম্যাচ হেরে লিগ পর্ব শেষ করে তালিকার তিন নম্বরে থেকে। ফলে তাদের খেলতে হবে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর। তারা দলে নিয়েছে রাসেল, ডেভিড ভিন্সকে।

অন্যদিকে চতুর্থ দল হিসেবে প্লে-অফে ওঠা খুলনা উড়িয়ে এনেছে হেটমায়ার হোল্ডারকে। তবে নতুন করে কোনো বিদেশি ক্রিকেটারদের দলে নেয়নি চিটাগং কিংস। দুই নম্বরে থেকে লিগ পর্ব শেষ করা ফ্র্যাঞ্চাইজিটি ভরসা রাখছে দলে থাকা ক্রিকেটারদেরই ওপর।

প্লে-অফের জন্য যেসব বিদেশি ক্রিকেটাররা বিপিএলে যোগ দিয়েছেন তারা সবাই এসেছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টুয়েন্টি থেকে। টুর্নামেন্ট থেকে তাদের দল বিদায় নেওয়ায় এবার বিপিএলে এসেছেন তারা।

আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন রাসেল, হোল্ডার মায়ার্স। আর গালফ জায়ান্টসের অংশ ছিলেন ডেভিড, ভিন্স হেটমায়ার। ছয় দলের টুর্নামেন্টটিতে এই দুদল প্লে-অফে উঠতে পারেনি।

মন্তব্য করুন: