আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি বিজয়ের
৩ ফেব্রুয়ারি ২০২৫
এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ব্যাট হাতে ভালো সময় পার করেছেন এনামুল হক বিজয়। তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে তিনি আলোচনায় ছিলেন ফিক্সিং সন্দেহে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরে। আর যারা এই সংবাদ রংচং মাখিয়ে প্রচার করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার।
গত শনিবার দেশের একাধিক জাতীয় সংবাদ মাধ্যমে খবর বের হয়, ফিক্সিং সন্দেহে বিজয়কে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরে সেদিন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, খবরটি সত্যি নয়।
রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের অফিশিয়াল পেইজ থেকে এই ইস্যুতে একটি ভিডিও দিয়েছেন বিজয়। সেখানে গত কয়েক দিনে তিনি ও তার পরিবার কোন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তা তুলে ধরেন।
“গত চার-পাঁচ দিনে আমার পরিবার এবং ওপর দিয়ে যা যাচ্ছে, সেটা আসলে কারোরই জানা নাই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছু বলা হয়নি। যখন দেখলাম বিসিবি, আমাদের অভিভাবক, তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরেই আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি মনে করি সেটা কথা বলার সঠিক সময়।”
বিপিএলে শুরুতে রাজশাহীর অধিনায়ক ছিলেন বিজয়। পরে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য তার ওপর থেকে চাপ কমাতে তাকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে। ১২ ইনিংসে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে ৩৯২ রান নিয়ে বিজয় আসর শেষ করেন তৃতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক হিসেবে।
বিজয়কে নিয়ে কয়েক দিনে হওয়া খবরগুলোকে ‘মাসালা’ মিশ্রিত বলে মন্তব্য করে তিনি বলেন, “যারা এই নিউজগুলো নিয়ে এটার মধ্যে মাসালা যোগ করে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন তাদের জন্য বলি যে, আমি উকিল নোটিশ সবাইকে দিচ্ছি। যারা যারা এর মধ্যে জড়িত আছেন, যারা যারা এই নিউজগুলোকে প্রমোট করেছেন। উকিল নোটিশ একদিনের মধ্যেই তারা পেয়ে যাবে।”
ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের সঙ্গেও এমন হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বিজয়। একই সঙ্গে জানান, যারা এই ধরনের সংবাদ প্রচার করে তারা দেশের ক্রিকেটের ভালো চায় না।
“আজকে আমার ওপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে, ভবিষ্যতে এই জিনিসটা যেতে পারে অন্য কোনো খেলোয়াড়ের কাছে। এর আগেও এ রকম দেখেছি অনেক খেলোয়াড়ের যেকোনো নিউজ তার কথা না শুনে, যেকোনো একটা তথ্য পেয়ে সেটাকে নিউজ করে দেওয়া। জানি না আপনারা কী মজা পান। কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের ওপর দিয়ে কী যায় বা তার মানসিক অবস্থাটা কী থাকে।”
“এটা খুবই অন্যায় একজন খেলোয়াড়ের ওপর, একজন মানুষের ওপর ব্যক্তিগত আক্রোশ দিয়ে আপনারা প্রোমোট করেছেন, যেটা আসলে একদমই কাম্য ছিল না। যারাই নিউজগুলো করছেন তারা আসলেই ক্রিকেটের ভালো চান না, দেশের ক্রিকেটে ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না।”
মন্তব্য করুন: