হেফাজতে নেওয়ার পর অর্থ পরিশোধের আশ্বাস দুর্বার রাজশাহীর মালিকের

৩ ফেব্রুয়ারি ২০২৫

হেফাজতে নেওয়ার পর অর্থ পরিশোধের আশ্বাস দুর্বার রাজশাহীর মালিকের

ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক প্রদানে বারবার আশ্বাস দিয়েও তা রাখতে পারেননি দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলাবাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদের পর পাওনা অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১০ ফেব্রুয়ারির মধ্যে তিনটি কিস্তিতে পাওনা অর্থ পরিশোধের করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান শফিকুর।

বিবৃতিতে জানানো হয়, পারিশ্রমিক পরিশোধে বারবার আশ্বাস দিয়ে টালবাহানার পর সোমবার প্রথম প্রহরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিককে আইন শৃঙ্খলাবাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে নিজের দায় মেনে নেন তিনি। ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি ২৫ শতাংশ হারে তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করার আশ্বাস দেন রাজশাহীর মালিক।

টুর্নামেন্টের মাঝপথ থেকে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ ওঠে রাজশাহীর বিরুদ্ধে। এরপর চট্টগ্রামে একদিন অনুশীলন বন্ধ রাখেন দলটির ক্রিকেটাররা। এছাড়াও ঢাকা পর্বের দ্বিতীয় ধাপে এক ম্যাচ বয়কট করেন দলটির বিদেশি ক্রিকেটাররা।

পারিশ্রমিক পরিশোধে একাধিকবার বিসিবিতে বৈঠক করে আশ্বাস দেন শফিকুর। গত শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে রোববারের মধ্যে ক্রিকেটারদের ৫০ শতাংশ অর্থ পরিশোধ করে দেওয়ার কথা জানান তিনি। কিন্তু সেই প্রতিশ্রুতিও রাখতে পারেননি তিনি।

উল্টো পারিশ্রমিক ছাড়াও দেশে ফেরার টিকিট না পাওয়ায় রোববার টিম হোটেলে থেকে যেতে হয় দলটির পাঁচ বিদেশি ক্রিকেটারকে। 

এমন পরিস্থিতিতে তাই সরকারি হস্তক্ষেপের প্রয়োজন পড়েছে জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম প্রহরে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির (দুর্বার রাজশাহী) বিতর্কিত মালিক শফিকুর রহমানকে।

ক্রিকেটাররা ছাড়াও প্রতি কিস্তিতে দলটির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের পাওয়া অর্থ পরিশোধের নিশ্চয়তা দেন শফিকুর।

মন্তব্য করুন: