অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হেড
৩ ফেব্রুয়ারি ২০২৫
ব্যাট হাতে গত বছর দুর্দান্ত সময় কাটিয়েছিলেন ট্র্যাভিস হেড। ভারতের বিপক্ষে এক দশক পর টেস্ট সিরিজ জয়ে বড় অবদান ছিল তার। ২০২৪ সাল জুড়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের খেতাব জিতেছেন বাঁহাতি এই ব্যাটার।
সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়। এবারই প্রথম দেশটির ছেলেদের ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার অ্যালেন বোর্ডার মেডেল জেতেন হেড।
২০২৪ সালে দুর্দান্ত ছন্দে থাকা হেড তিন ফরম্যাট মিলিয়ে মোট ১ হাজার ৪২৭ রান করেছেন। এর মধ্যে ৯ টেস্টে তিন সেঞ্চুরিতে করেন ৬০৮ রান। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে হন সিরিজের সর্বোচ্চ রান-সংগ্রাহক। বর্ষসেরার পুরস্কার জিততে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার ভোট পান ২০৮টি। পেছনে ফেলেন জশ হ্যাজেলউড ও অধিনায়ক প্যাট কামিন্সকে।
টেস্ট সিরিজ খেলতে হেড বর্তমানে শ্রীলঙ্কায় থাকায় সেখানেই তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারেরও পুরস্কার জিতেছেন হেড।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছেন হ্যাজেলউড। আর বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন লেগ-স্পিনার অ্যাডাম জ্যাম্পা।
ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখা স্যাম কনস্ট্যাস জিতেছেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। ১৯ বছর বয়সী এই ওপেনার নিজের অভিষেক ইনিংসে আক্রমণাত্মক ও পাগলাটে ব্যাটিংয়ে ৬০ রান করেন।
মেয়েদের ক্রিকেটের সেরা খেলোয়াড় হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম নারী ক্রিকেটার হিসেবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্ট সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন ডানহাতি এই ব্যাটার। এছাড়া গত বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তিনি ২১০ রানের ইনিংস খেলেন।
মন্তব্য করুন: