চিটাগংকে হারিয়ে আবারও ফাইনালে বরিশাল
৪ ফেব্রুয়ারি ২০২৫
দলের সঙ্গে পুনরায় যোগ দিয়েই বল হাতে ঝলক দেখালেন কাইল মায়ার্স। এরপর বল হাতে বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে চিটাগং কিংসের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দিলেন মোহাম্মদ আলী। রান তাড়ায় ব্যাট হাতে জ্বলে উঠলেন ফর্মে না থাকা তাওহিদ হৃদয়। সব মিলিয়ে ৯ উইকেটের জয়ে টানা দ্বিতীয় আসরের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শামীম হোসেন পাটোয়ারীর ফিফটির ওপর ভর করে ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় চিটাগং। জবাবে হৃদয়ের অপরাজিত ৮২ রানের সুবাদে ১৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বরিশাল।
প্রথম বোলার হিসেবে বিপিএলে এক ওভারে ৪ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন আলী। এছাড়াও অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা পাকিস্তানের এই পেসার।
টস হেরে ব্যাটিংয়ে নামা চিটাগংয়ের হয়ে এদিন একাই লড়াই করেন শামীম। ৪৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় বাঁহাতি এই ব্যাটার করেন ক্যারিয়ার সেরা ৭৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। এছাড়া বন্দর নগরীর দলটির আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
বল হাতে শুরুতেই মিডিয়াম পেসে সুইংয়ের জাদু দেখিয়ে দুই উইকেট তুলে নেন মায়ার্স। বরিশালের হয়ে প্রথম পাঁচ ম্যাচ খেলার পর আবারও দলের সঙ্গে যোগ দিয়ে নিজের প্রথম ও দ্বিতীয় ওভারে উইকেট দুটি নেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
অন্যদিকে ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে চিটাগং অধিনায়ক মোহম্মদ মিঠুনের উইকেট তুলে নিয়ে প্রথম শিকার ধরেন আলী। এরপর নিজের ১৯তম ওভারের নিজের কোটার শেষ ওভারে এসে ধরেন বাকি চার শিকার। প্রথম বলে ডানহাতি এই পেসার বোল্ড করেন খালেদ আহমেদকে। এরপর তৃতীয় বলে শামীম, পঞ্চম বলে আরাফাত সানি এবং ষষ্ঠ বলে বোল্ড করেন আলিস আল ইসলামকে।
লক্ষ্য তাড়ায় বরিশালকে ভালো শুরু এনে দেন তামিম ইকবাল ও হৃদয়। ২৯ রান করা তামিমকে ফিরিয়ে ৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ। এরপর ডাভিড মালানের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পথে এগুতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। তখনও ধীরগতিতেই খেলছিলেন হৃদয়। ৪৫ বলে ডানহাতি এই ব্যাটার ফিফটি তুলে নেওয়ার পরপর বেরিয়ে আসেন খোলস ছেড়ে। শেষ পর্যন্ত তার ৫৬ বলের ইনিংসটি সাজান ৯ চার ও ২ ছক্কায়। মালান অপরাজিত থাকেন ২২ বলে ৩৪ রানে।
বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চিটাগং। সেই ম্যাচের জয়ী দল আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে তামিমের বরিশালের বিপক্ষে মাঠে নামবে।
মন্তব্য করুন: