বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি গঠন

৪ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি গঠন

চলতি বিপিএলে ওঠা ফিক্সংয়ের অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপিল বিভাগের সাবেক বিচারপতিকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি বোর্ডের দুর্নীতি দমন ইউনিটকে সহায়তা করবে।

সোমবার বিসিবির তরফ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে। কমিটির অন্য দুই সদস্য হলেন আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। এর মধ্যে শাকিল ২০১৩ সালে বিসিবির ফিক্সিং নিয়ে করা তদন্ত কমিটির সদস্য ছিলেন।

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে এবারের বিপিএল বেশ কিছু ম্যাচ গড়াপেটার অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়। বিশেষ করে কিছু ম্যাচে অতিরিক্ত বড় ওয়াইড বল ও নো বলের ঘটনায় এই সন্দেহ আরও জোরাল হয়।

বিপিএলের একাদশ আসরে আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। আগামী শুক্রবার ফাইনাল অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: