শিরোপা লড়াইয়ের আগে বরিশালে নিশাম

৪ ফেব্রুয়ারি ২০২৫

শিরোপা লড়াইয়ের আগে বরিশালে নিশাম

শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামার আগে দলের শক্তিমত্তা আরও বাড়িয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফাইনালের আগে তারা দলে ভিড়িয়েছে নিউ জিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে।

সোমবার রাতে মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বরিশাল। এর আগে লিগ পর্বে ১২ ম্যাচের ৯টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফে উঠেছিল তামিম ইকবালের দল।

মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকা পা রাখেন নিশাম। দেশটির ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টির আসর এসএ টুয়েন্টি থেকে তার দল প্রিটোরিয়া ক্যাপিটালস বিদায় নেওয়ায় ফাইনালের আগে বরিশালের সঙ্গে যোগ দিতে পেরেছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।

অন্যদিকে প্লে-অফের আগে বরিশাল দলে আবারও যোগ দেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স। এছাড়াও পাকিস্তানের পেসার মোহাম্মদ আলী দলের সঙ্গে যোগ দিয়েই চিটাগংয়ের বিপক্ষে শিকার করেন উইকেট। অন্যদিকে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন দলটির আরেক বিদেশি ডাভিড মালান।

ফাইনালে বরিশাল একাদশে মোহাম্মদ নবীর জায়গায় খেলতে পারেন নিশাম। গত বিপিএলে কিউই এই তারকা খেলেন রংপুর রাইডার্সের হয়ে। সেবার ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। সাত ইনিংসে ১৬৭ দশমিক ২৪ স্ট্রাইক-রেটে বাঁহাতি এই ব্যাটার রান ২৯১। ছিল ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও। তবে বল হাতে তেমন সফল ছিলেন না তিনি। ডানহাতি পেস বোলিংয়ে ওভারপ্রতি প্রায় ১০ রান করে দিয়ে শিকার করেন উইকেট।

অন্যদিকে এবারের এসএ টুয়েন্টিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি নিশাম। প্রিটোরিয়ার হয়ে ব্যাট হাতে ছয় ইনিংসে ১৩৫ দশমিক ৭১ স্ট্রাইক-রেটে রান করেন মাত্র ৯৫। বল হাতে শিকার করেন উইকেট। তবে নিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ২৪ বলে ৩২ রান করার পাশাপাশি বল হাতে তিনি শিকার করেন উইকেট।

আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে বরিশাল। বুধবার চিটাগং কিংস খুলনা টাইগার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিয়ারের জয়ী দল ফাইনালে তাদের মুখোমুখি হবে।

মন্তব্য করুন: