কোহলিকে আউটের কায়দা বাসচালক দিয়েছিলেন হিমাংশুকে
৪ ফেব্রুয়ারি ২০২৫
এক যুগ পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির প্রত্যাবর্তন নিয়ে দিল্লির সমর্থকদের আগ্রহের কোনো কমতি ছিল না। ঘরোয়া ক্রিকেটে প্রিয় তারকার ব্যাটিং দেখতে ভর্তি ছিল স্টেডিয়ামের গ্যালারি। কিন্তু প্রত্যাবর্তনকে একদমই রাঙাতে পারেননি ভারতীয় ব্যাটিং গ্রেট। তার অফ-স্টাম্প উপড়ে গ্যালারিতে পিনপতন নিরবতা এনে দিয়েছিলেন হিমাংশু সাঙ্গওয়ান। এবার রেলওয়েসের এই পেসার জানিয়েছেন, কোহলিকে আউট করার পরামর্শ তিনি টিমের বাসচালকের কাছে পেয়েছিলেন।
গত বৃহস্পতিবার ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে ১২ বছরের বেশি সময় পর দিল্লির হয়ে মাঠে নামেন কোহলি। প্রত্যাবর্তনের ম্যাচে তার প্রতিপক্ষ ছিল রেলওয়েস। রঞ্জি ট্রফিতে কোহলির ফেরা উপলক্ষে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ম্যাচের দ্বিতীয় দিন কোহলি যখন ব্যাটিংয়ে নামেন তখন ‘কোহলি’ ‘কোহলি’ ধ্বনিতে ছেয়ে গেছিল পুরো স্টেডিয়ামের গ্যালারি। কিন্তু দিল্লি ও কোহলির হাজারো সমর্থককে মুহূর্তেই স্তব্ধ করে দেন হিমাংশু। ডানহাতি এই পেসারের দারুণ এক ইনসুইং ডেলিভারিতে কোহলির অফ-স্টাম্প উপড়ে কয়েকটি ডিগবাজি খায়। ১৫ বল খেলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন কোহলি।
অবশ্য কোহলি ব্যর্থ হলেও ইনিংস ও ১৯ রানের জয় পায় তার দল দিল্লি। আর কোহলিকে বোল্ড করার পর থেকেই ভারতের ক্রিকেটপাড়ায় আলোচনায় আছেন হিমাংশু।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে কোহলিকে আউট করার উপায় বের করার পেছনের গল্প শোনান হিমাংশু। জানান, রেলওয়েস দলের বাসচালক তাকে কোহলির অফ-স্টাম্পের বাইরের কল্পিত চতুর্থ ও পঞ্চম স্টাম্পে বল করার পরামর্শ দেন।
“ম্যাচ শুরুর আগে শোনা যাচ্ছিল যে, বিরাট কোহলি ও রিশাভ পান্ত দিল্লির হয়ে খেলতে পারে। সেই সময় আমরা জানতাম না খেলাটা টিভিতে সরাসরি দেখানো হবে। পরে জানতে পারলাম পান্ত খেলবে না, তবে বিরাট খেলবে এবং ম্যাচটা সরাসরি সম্প্রচার করা হবে। আর আমি রেলওয়ের পেস আক্রমণের নেতৃত্বে থাকব। দলের প্রত্যেক সদস্য আমাকে বলে যে তাদের ধারণা আমিই বিরাট কোহলির উইকেট পাব।”
“যে বাসে আমরা (মাঠে) যাওয়া-আসা করছিলাম, সেই বাসের চালকও আমাকে বলে যে, কোহলির উইকেট পাওয়ার জন্য আমার চতুর্থ-পঞ্চম স্টাম্পে বল রাখা উচিত। তাহলেই নাকি কোহলি আউট হবে। নিজের প্রতি বিশ্বাস ছিল। আমি কারও দুর্বলতা নিয়ে ভাবার চেয়ে নিজের শক্তি অনুযায়ী বল করায় বেশি মনোযোগী ছিলাম। সেভাবেই বল করেছি এবং উইকেট পেয়েছি।”
কোহলির উইকেট পাওয়া হিমাংশু ৫৫ রানে ৪ উইকেট নিয়ে ছিলেন রেলওয়েসের সেরা বোলার।
মন্তব্য করুন: