টি-টুয়েন্টিতে উইকেট শিকারের চূড়ায় রশিদ
৫ ফেব্রুয়ারি ২০২৫
ডোয়াইন ব্রাভোকে ছাড়িয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন রশিদ খান। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর এসএ টুয়েন্টিতে এই কীর্তি গড়েছেন আফগানিস্তানের এই তারকা লেগ-স্পিনার।
৬৩১ টি-টুয়েন্টি উইকেট নিয়ে এতদিন উইকেটশিকারির তালিকায় চূড়ায় থাকা ব্রাভোকে আগের ম্যাচেই স্পর্শ করেছিলেন রশিদ। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালাগের স্টাম্প ভেঙে শীর্ষে ওঠেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
রেকর্ড গড়ার দিনে নিজ দল এমআই কেপটাউনকে জিতিয়ে প্রথমবারের মতো এসএ টুয়েন্টির ফাইনালে তোলেন রশিদ। ম্যাচে ৩৩ রানে ২ উইকেট শিকার করা এই স্পিনারের টি-টুয়েন্টিতে এখন উইকেট সংখ্যা ৬৩৩টি। এর মধ্যে জাতীয় দলের হয়ে তার শিকার ১৬১ উইকেট। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে আছেন তিনি।
ম্যাচ শেষে সম্প্রচারকদের রশিদ বলেন, “এটি অসাধারণ একটি অর্জন। ১০ বছর আগে যদি আমার কাছে এটার বিষয়ে জানতে চাওয়া হতো তাহলে বলতাম, আমি কখনোই এটা ভাবিনি। আফগানিস্তান থেকে এসে এই পর্যায়ের শীর্ষে ওঠাটা অনেক গর্বের অনুভূতি। ডোইয়ান ব্রাভো টি-টুয়েন্টির অন্যতম সেরা বোলার। এটি দারুণ সম্মানের। আরও উইকেট শিকারের দিকে তাকিয়ে আছি।”
২০১৫ সালের অক্টোবরে ১৬ বছর বয়সে টি-টুয়েন্টিতে অভিষেক হয় রশিদের। জাতীয় দলের হয়ে ঘূর্ণি জাদু দেখিয়ে ক্রমেই হয়ে ওঠেন বিশ্বজুড়ে চলমান ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগের পরিচিত মুখ। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মিলে খেলেছেন ৪৬১ ম্যাচ। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১৭ রানে ৬ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৬ দশমিক ৪৯ করে। ম্যাচে ৪ বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন রেকর্ড ২০ বার।
এছাড়াও টি-টুয়েন্টি সর্বোচ্চ চারটি হ্যাটট্রিকের মালিকও তিনি। সবচেয়ে বেশি বোল্ড (২০৫) ও এলবিডাব্লিউ (১৩৬) করার রেকর্ডও রশিদের দখলে।
মন্তব্য করুন: