ইংল্যান্ড সিরিজে ব্যাটিং ঝড় তুলে র্যাঙ্কিংয়ের দুইয়ে অভিষেক
৫ ফেব্রুয়ারি ২০২৫
ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বিধ্বংসী শতক হাঁকিয়ে ভারতের বাঁহাতি এই ব্যাটার বড় লাফ দিয়েছেন র্যাঙ্কিংয়ে। ৩৮ ধাপ উপরে উঠে টি-টুয়েন্টি ব্যাটারদের তালিকার দুই নম্বরে আছেন তিনি।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে সতীর্থ তিলক ভার্মাকে সরিয়ে দ্বিতীয় স্থান দখল করেন অভিষেক। ভার্মা আছেন তালিকার তিন নম্বরে।
গত রোববার মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। ১৩টি ছক্কা হাঁকিয়ে ভেঙে দেন এক ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। এছাড়া গড়েন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ডও।
সিরিজের প্রথম ম্যাচে ৩৪ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলার পর কিছুটা মলিন হয়ে যায় অভিষেকের ব্যাট। পরের তিন ম্যাচের একটিতেও ২৯ রানের বেশি করতে পারেননি। তবে সিরিজের শেষ ম্যাচে তার রেকর্ড গড়া ইনিংসের ওপর ভর করে ১৫০ রানের রেকর্ড জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করে ভারত।
৮৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকার শীর্ষে আছেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে অভিষেকের ওপেনিং সঙ্গী অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। শীর্ষ পাঁচে বাকি দুই ব্যাটার হলেন ইংল্যান্ডের ফিল সল্ট ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
অন্যদিকে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি বরুণ চক্রবর্তী তিন ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। এই রহস্য-স্পিনারের সমান ৭০৫ রেটিং পয়েন্টে শীর্ষ স্থান হারিয়ে দুইয়ে আছেন ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদ। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন।
টি-টুয়েন্টির ব্যাটার, বোলার কিংবা অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের কোথাও শীর্ষ দশে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই।
মন্তব্য করুন: