চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ারিং করবেন সৈকত

৫ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ারিং করবেন সৈকত

ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বুধবার আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসরের জন্য ১৫ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করে আইসিসি। আট দলের এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন ১২ জন আম্পায়ার ও তিনজন ম্যাচ রেফারি।

ঘোষণা করা আম্পায়ারদের মধ্যে ২০১৭ সালের সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির আসরে ছিলেন ছয়জন। বাকি ছয়জন আম্পায়ারের সবাই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।

ভারতে অনুষ্ঠিত সেই আসরে ছয়টি ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন সৈকত। এছাড়াও কয়েকটি ম্যাচে টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের ভূমিকায় ছিলেন তিনি। গত বছর অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনি আম্পায়ার ছিলেন। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ছেলেদের ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন সৈকত।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের পাঁচ ম্যাচের শেষ দুই টেস্টের ম্যাচ পরিচালনাতেও ছিলেন ৪৮ বছর বয়সী এই আম্পায়ার।

বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে গত বছর মার্চে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেন সৈকত। ২০১০ সালে মিরপুরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ে তার পথচলা শুরু হয়।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে হাইব্রিড মডেলের এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ফাইনাল ৯ মার্চ। টুর্নামেন্টে ভারত তাদের সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

চ্যাম্পিয়নস ট্রফির আম্পায়ার:

কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, আহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ রেফারি:

ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।

মন্তব্য করুন: