চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন কামিন্স-হ্যাজেলউড

৬ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন কামিন্স-হ্যাজেলউড

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে বেশ বড়সড় ধাক্কাই খেয়েছে অস্ট্রেলিয়া। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স পেসার জশ হ্যাজেলউড।

বৃহস্পতিবার এই দুই পেসারের বাদ পড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি।

গত ১৩ জানুয়ারি কামিন্সকে অধিনায়ক করে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক হ্যাজেলউডের আগেই চোটের কারণে টুর্নামেন্ট শেষ হয়ে যায় মিচেল মার্শের।

অন্যদিকে টুর্নামেন্ট শুরুর প্রায় দুই সপ্তাহে আগে বৃহস্পতিবার আচমকা ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ১৫ সদস্যের দলে ডাক পাওয়া অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ফলে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে দলে অন্তত চারটি পরিবর্তন আনতে হবে অজিদের।

আট বছর পর পাকিস্তান দুবাইতে শুরু হতে যাওয়া এবারের আসরে কামিন্সের খেলতে না পারার শঙ্কার কথা আগেই জানিয়েছিলেন দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। জন্য টুর্নামেন্টে দলকে নেতৃত্বের জন্য স্টিভ স্মিথ অথবা ট্র্যাভিস হেডকে দায়িত্ব দেওয়ার আভাস দেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দলের নেতৃত্বে আছেন স্মিথ। অন্যদিকে গত বছর ইংল্যান্ডের মাটিতে টি-টুয়েন্টি সিরিজের এক ম্যাচের অধিনায়ক ছিলেন হেড। সেবারই প্রথম অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন বাঁহাতি এই ব্যাটার।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেই গোঁড়ালির চোটে পড়েছিলেন কামিন্স। চোট থেকে সেরে উঠতে এবং পিতৃত্বকালীন ছুটির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক। অন্যদিকে নিতম্বের অস্বস্তি মাংশপেশীর চোটের কারণে সেই সিরিজে দুই ম্যাচের বেশি খেলতে পারেনি হ্যাজেলউড। এরপর থেকেই দলের বাইরে আছেন ডানহাতি এই পেসার।

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে খেলতে নামবে অজিরা। এই ম্যাচ দুটির জন্য দলে তিন পেসারশন অ্যাবট, স্পেন্সার জনসন বেন ডোয়ার্শিসকে দলে নিয়েছে তারা। এছাড়াও লেগ-স্পিনার তানভির শ্যাঙ্গা, স্পিন-বোলিং অলরাউন্ডার কুপার কনোলি ব্যাটার জেইক ফ্রেজার-ম্যাগার্ককেও দলে ডাকা হয়েছে। এখান থেকেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য চারজনকে বেছে নিতে পারে ২০০৬ ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add