ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে চ্যাম্পিয়নস ট্রফির আগে অবসরে স্টয়নিস
৬ ফেব্রুয়ারি ২০২৫
![ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে চ্যাম্পিয়নস ট্রফির আগে অবসরে স্টয়নিস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে চ্যাম্পিয়নস ট্রফির আগে অবসরে স্টয়নিস](https://www.alloutsportsbd.com/media/imgAll/2021November/marcus-stoinis-retired-from-ODI-ahead-of-champions-trophy-2502061355.jpg)
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি নেই দুই সপ্তাহেরও। তার মধ্যেই চোট জর্জরিত অস্ট্রেলিয়াকে বড় ধাক্কাই দিয়েছেন মার্কাস স্টয়নিস। আচমকাই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টুর্নামেন্টের জন্য ঘোষণা করা দলে থাকা এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান স্টয়নিস। তবে ছয়বারের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে টি-টুয়েন্টি চালিয়ে যাবেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
মূলত টি-টুয়েন্টি তথা বিশ্বজুড়ে ফ্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেটি ফুটে ওঠে তার বিদায়ী বার্তাতেও।
“অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলতে পারা ছিল অবিশ্বাস্য এক সময় ছিল। এই জার্সিতে প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারা আমার হৃদয়ে সবসময়ই রয়ে যাবে।”
“সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। তবে আমার মনে হয়েছে, ওয়ানডে থেকে সরে দাঁড়িয়ে পরের অধ্যায়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার উপযুক্ত সময় এখনই। রনের (অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে আমার সম্পর্ক দারুণ। তার সমর্থনকে আমি সবসময় দারুণভাবে মূল্যায়ন করি। পাকিস্তানের ছেলেদের সাফল্যের জন্য আমি গলা ফাটাব।”
চোটের কারণে আগেই চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে যান অলরাউন্ডার মিচেল মার্শ। এবার টুর্নামেন্ট শুরুর আগে নিজে থেকেই সরে দাঁড়ালেন দলের আরেক গুরুত্বপূর্ণ অলরাউন্ডার স্টয়নিস। তার বিদায়ের পর ঘোষণা আসে পাকিস্তান ও দুবাইয়ে শুরু হতে যাওয়া আসরে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের খেলতে না পারার বিষয়টিও। সব মিলিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আসরের আগে ভালোই বিপদে পড়ল অস্ট্রেলিয়া।
এতদিন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্ট এসএ টুয়েন্টিতে ব্যস্ত ছিলেন স্টয়নিস। পয়েন্ট তালিকায় তলানিতে থাকায় লিগ পর্ব থেকেই ছিটকে যায় তার দল ডারবান সুপার জায়ান্টস। সেখানে তার হ্যামস্ট্রিংয়ে হালকা টান লেগেছে বলেও জানা গেছে।
২০১৫ সালে ওয়ানডে অভিষেক হওয়া স্টয়নিস জাতীয় দলের হয়ে ৭১ ম্যাচে খেলেছেন। একটি সেঞ্চুরি ও ৬ ফিফটিতে প্রায় দেড় হাজার রানের সঙ্গে ৪৮ উইকেট নিয়ে শেষ হলো তার এই ফরম্যাটে ক্যারিয়ার। ২০১৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১১৭ বলে ১১ ছক্কায় ১৪৬ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা। ২০১৯ সালে তিনি অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন। এছাড়াও অস্ট্রেলিয়ার ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ডানহাতি এই অলরাউন্ডার।
মন্তব্য করুন: