বিপিএলের প্রাইজমানি বেড়েছে

৬ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএলের প্রাইজমানি বেড়েছে

ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের শিরোপা লড়াইয়ের মঞ্চটা প্রস্তুত। কিন্তু বিপিএলের ট্রফি ছাড়া আর কোন পুরস্কারের জন্য দুদল মাঠে নামবে তা জানা ছিল না ম্যাচের আগের দিন পর্যন্ত। তবে শেষ পর্যন্ত টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। দুই আসর পর বেড়েছে চ্যাম্পিয়ন ও রানার্স-আপের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণও।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের একাদশ আসরের প্রাইজমানি ঘোষণা করে বিসিবি। টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের প্রাইজমানি ২ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে আড়াই কোটি টাকা। অন্যদিকে রানার্স-আপ দল ১ কোটি টাকার বদলে এবার পাবে দেড় কোটি টাকা। এছাড়াও দলগত ও ব্যক্তিগত পর্যায়ে মোট ১০ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

টুর্নামেন্ট সেরা, ফাইনাল সেরা, সর্বোচ্চ রান-সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি ও সেরা ফিল্ডারের প্রাইজমানি আগের মতোই রাখা হয়েছে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক এবং ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৫ লাখ টাকা করে। টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।

এবারের আসরে প্রাইজমানিতে নতুন সংযোজন তৃতীয় ও চতুর্থ দল এবং সেরা উদীয়মান ক্রিকেটার। তৃতীয় অবস্থানের দল পাবে ৬০ লাখ টাকা এবং চতুর্থ স্থানের দলকে দেওয়া হবে ৪০ লাখ টাকা। আর সেরা উদীয়মান খেলোয়াড়কে দেওয়া হবে ৩ লাখ টাকা।

লিগ পর্বের তৃতীয় হওয়া রংপুর রাইডার্স বাদ পড়েছে এলিমিনেটর থেকে। অন্যদিকে চতুর্থ হয়ে প্লে-অফে ওঠা খুলনা টাইগার্স আসর থেকে বিদায় নিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৬টায়।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add