ইংল্যান্ডকে সহজেই হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু ভারতের
৬ ফেব্রুয়ারি ২০২৫
![ইংল্যান্ডকে সহজেই হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু ভারতের ইংল্যান্ডকে সহজেই হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু ভারতের](https://www.alloutsportsbd.com/media/imgAll/2021November/india-wins-the-first-ODI-vs-england-2502061627.jpg)
টি-টুয়েন্টি সিরিজের বেশিরভাগ ম্যাচই ছিল একপেশে। ওয়ানডে সিরিজও শুরু হলো একইভাবে। বোলারদের নৈপুণ্যের পর ব্যাটারদের আগ্রাসনে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে সহজেই ৪ উইকেটে হারিয়েছে ভারত।
বৃহস্পতিবার কানপুরে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ৪৭ ওভার ৪ বলে অলআউট হয় ২৪৮ রানে। জবাবে শুভমান গিলের ৮৭ রানের সঙ্গে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ঝড়ো ফিফটিতে ৬৮ বল আগেই লক্ষ্যে পৌঁছায় ভারত।
রান তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। পঞ্চম ওভারেই অভিষিক্ত যশস্বী জয়সোয়ালের উইকেট হারায় তারা। ফরম্যাট বদলালেও ব্যাট হাতে রানে ফিরতে ব্যর্থ হন রোহিত শর্মা। সঙ্গীর বিদায়ের পরের ওভারে ভারত অধিনায়ক এদিন ফেরেন ব্যক্তিগত ২ রানে।
১৯ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে থাকা দলকে টেনে তুলতে পাল্টা আক্রমণ শুরু করেন গিল ও আইয়ার। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের ৬৪ বলে ৯৪ রানের জুটিতে ম্যাচে ফেরে ভারত। ৩৬ বলে ৫৯ রান করা আইয়ার ফিরলে এই জুটিটি ভাঙে। এরপর প্যাটেলের সঙ্গে শতরানের জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান গিল।
তবে ৫২ রান করা প্যাটেলকে ফিরিয়ে চতুর্থ উইকেটে ১০৮ রানের জুটি ভেঙে ইংলিশদের কিছুটা আশা দেখান আদিল রশিদ। নিজের পরের ওভারে এই লেগ-স্পিনার তুলে নেন লোকেশ রাহুলকেও। পরের ওভারে সাকিব মাহমুদ গিলকে তুলে নিলে নাটকীয় কিছুর আভাস দেয় সফরকারীরা। কিন্তু হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
এর আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন বেন ডাকেট ও ফিল সল্ট। তবে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে ২৬ বলে ৪৩ রান করা সল্ট রানআউট হলে ভাঙে এই জুটি। উদ্বোধনী জুটি থেকে দলের খাতায় যোগ হয় ৫৩ বলে ৭৫ রান। এরপরই ঘটে ছন্দপতন। দশম ওভারে জোড়া আঘাত হেনে ডাকেট (৩২) ও রানের খাতা খোলার আগেই হ্যারি ব্রুককে ফেরান হার্শিত রানা।
২ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে জো রুটকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক জস বাটলার। কিন্তু প্রায় ১৫ মাস পর ওয়ানডে খেলতে নামা রুট ১৯ রানের বেশি করতে না পারায় তা আর বেশি দূর এগোয়নি। এরপর বাটলার ও জ্যাকব বেথেল ফিফটি তুলে নিলেও এই দুই ব্যাটারকে বাকি কেউ সঙ্গ দিতে না পারায় বড় সংগ্রহ পায়নি সফরকারীরা।
সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী রোববার কটকে।
মন্তব্য করুন: