সিনেমা দেখা বাদ দিয়ে প্রথম ওয়ানডের প্রস্তুতি আইয়ারের

৭ ফেব্রুয়ারি ২০২৫

সিনেমা দেখা বাদ দিয়ে প্রথম ওয়ানডের প্রস্তুতি আইয়ারের

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত একাদশে বড় চমক ছিল বিরাট কোহলির না থাকা। তার বদলে দলে এসে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে দলের জয়ে অবদান রাখেন শ্রেয়াস আইয়ার। আর ম্যাচ শেষে ডানহাতি এই ব্যাটার জানিয়েছেন, সিনেমা দেখা বাদ দিয়ে তাকে এই ম্যাচের প্রস্তুতি নিতে হয়েছে।

বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের দেওয়া ২৪৯ রানের লক্ষ্য তাড়ায় ৩৯ ওভারের ভেতর ৪ উইকেটের সহজ জয় পায় ভারত। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩৬ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন আইয়ার।

তবে শুরুতে এই ম্যাচের পরিকল্পনাতেই ছিলেন না ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। আর তাই ম্যাচের আগের দিন সিনেমা দেখেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল তার। কিন্তু সেদিন রাতে অধিনায়ক রোহিত শর্মা ফোন করে আইয়ারকে জানান, কোহলির হাঁটুর সমস্যার কারণে তিনি প্রথম ম্যাচে খেলবেন।

ম্যাচ শেষে সিরিজের সম্প্রচারক স্টার স্পোর্টসকে আইয়ার বলেন, “গত রাতে আমি সিনেমা দেখছিলাম। আমি ভেবেছিলাম রাতের অনেকটা সময় তাই করবো। কিন্তু এরপর আমি অধিনায়কের কাছ থেকে আমি ফোন পাই। সে আমাকে বলে যে, তুমি খেলতে পারো কারণ কোহলি হাঁটু ফুলে গেছে।”

এরপর আমি দ্রুত আমার রুমে চলে যাই এবং তখনই ঘুমিয়ে পড়ি।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে দলে অভিষেক হয় যশস্বী জয়সোয়ালের। কিন্তু অভিষেকটা মাতাতে পারেননি উদীয়মান এই ওপেনার। সাজঘরে ফেরেন ১৫ রান করে। সঙ্গীর বিদায়ের পরপরই ফেরেন রোহিতও। ব্যাট হাতে হতাশাজনক সময় কাটানো ভারত অধিনায়ক আউট হন ২ রান করে।

১৯ রানের ভেতর দুই ওপেনার সাজঘরে ফেরার পর ক্রিজে আসেন আইয়ার। এসেই শুভমান গিলকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬৪ বলে ৯৪ রান যোগ করে দলকে চাপমুক্ত করে জয়ের ভিত গড়ে দেন।

আগামী রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়ে একাদশে ফিরতে পারেন কোহলি।

ইংলিশদের বিপক্ষে সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাইয়ের উদ্দেশে পাড়ি দেবে ভারত। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আট বছর মাঠে গড়ানো এই টুর্নামেন্টে যাত্রা শুরু করবে গত আসরের রানার্স-আপরা।

মন্তব্য করুন: