নিশামকে ছাড়াই ফাইনালে মাঠে নামছে বরিশাল

৭ ফেব্রুয়ারি ২০২৫

নিশামকে ছাড়াই ফাইনালে মাঠে নামছে বরিশাল

শিরোপা ধরে রাখার অভিযানে মাঠে নামার আগে জিমি নিশামকে উড়িয়ে এনেছিল ফরচুন বরিশাল। তবে নিউ জিল্যান্ডের এই তারকা অলরাউন্ডারকে ছাড়াই ফাইনালের একাদশ সাজিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। শিরোপা লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে তারা।

অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে চোট পাওয়া আলিস আল ইসলামের বদলে নাঈম ইসলামকে নিয়ে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে চিটাগং কিংস।

গত সোমবার চিটাগংকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে ওঠে বরিশাল। মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় পা রাখেন নিশাম।

প্লে-অফের আগে বরিশাল দলে আবারও যোগ দেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স। এছাড়াও পাকিস্তানের পেসার মোহাম্মদ আলী দলের সঙ্গে যোগ দিয়েই চিটাগংয়ের বিপক্ষে শিকার করেন ৫ উইকেট। অন্যদিকে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন দলটির আরেক বিদেশি ডাভিড মালান। ফলে আরেক বিদেশি মোহাম্মদ নবীর জায়গায় একাদশে আসার সম্ভাবনা ছিল নিশামের। কিন্তু শেষ পর্যন্ত আফগান অলরাউন্ডারের ওপরই ভরসা রাখছে বরিশাল।  

মন্তব্য করুন: