পারভেজ-নাফির ব্যাটে বিপিএল ফাইনালে রেকর্ড

৭ ফেব্রুয়ারি ২০২৫

পারভেজ-নাফির ব্যাটে বিপিএল ফাইনালে রেকর্ড

পারভেজ হোসেন ইমন ও খাজা নাফির তাণ্ডবে বিপিএলের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির রেকর্ড গড়েছে চিটাগং কিংস। নিজেদের প্রথম শিরোপা জিততে ফরচুন বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে বন্দর নগরীর দলটি।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১২১ রান যোগ করেন পারভেজ ও নাফি। বিপিএল ফাইনালে এটিই প্রথম শতরানের উদ্বোধনী জুটি।

এতদিন ফাইনালে প্রথম উইকেটে সর্বোচ্চ জুটিটি ছিল ৭৬ রানের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গত আসরের ফাইনালে বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ এই রেকর্ড গড়েছিলেন।

চিটাগংয়ের ৭৬ বলের উদ্বোধনী জুটি ভাঙে নাফির বিদায়ে। ৪৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করা পাকিস্তানের এই ব্যাটারকে ফেরান ইবাদত হোসেন। এই জুটিতে পারভেজের অবদান ৩২ বলে ৫২ রান। শেষ পর্যন্ত বাঁহাতি এই ব্যাটার ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৯ রান করে অপরাজিত থাকেন। আর চিটাগংয়ের ইনিংস শেষ হয় ৩ উইকেটে ১৯৪ রানে।

সব মিলিয়ে স্বীকৃত টিটুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে পারভেজ-নাফির জুটিটি ষষ্ঠ সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ১৫৯ রানের জুটি নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন চেন্নাই সুপার কিংসের মাইকেল হাসি ও মুরালি বিজয়। ২০১১ আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তারা এই জুটি গড়েছিলেন।

মন্তব্য করুন: