বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে স্পেলকে সেরা মনে করেন রশিদ

৮ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে স্পেলকে সেরা মনে করেন রশিদ

টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক এখন রশিদ খান। শীর্ষস্থান দখলের পর তার চোখ এখন ১ হাজার উইকেট শিকারের দিকে। এই ফরম্যাটে বল হাতে অসংখ্য রেকর্ডের মালিকও এই লেগ-স্পিনার। অনেকের মনেই প্রশ্ন, রেকর্ডময় ক্যারিয়ারে তার কাছে সেরা স্পেল কোনটি? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের বিপক্ষে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের স্পেলটিকেই এগিয়ে রাখছেন এই আফগান তারকা।

গত জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমি-ফাইনালে উঠেছিল আফগানিস্তান। নাজমুল হোসেন শান্তর দলকে ১১৫ রানের লক্ষ্য দিয়ে ম্যাচটি বৃষ্টি আইনে ৮ রানের জয় পেয়েছিল তারা। ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে জয়ের অন্যতম নায়ক ছিলেন রশিদ।

বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টুয়েন্টিতে ব্যস্ত আছেন ২৬ বছর বয়সী এই তারকা। সেখানেই ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে টপকে টি-টুয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারির মালিক হন রশিদ। এই ফরম্যাটে তার শিকার এখন ৬৩৩ উইকেট। তার অধীনে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে এমআই কেপটাউন।

শুক্রবার ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ জানান, তার লক্ষ্য টি-টুয়েন্টিতে ১ হাজার উইকেট শিকার করা।

এটাই লক্ষ্য। ১ হাজার উইকেট নিতে পারলে সেটা অনেক বড় কিছু হবে। আমি যদি ফিট থাকি তাহলে সেটা হবে সবচেয়ে বড় অর্জন, টি-টুয়েন্টিতে ১ হাজার উইকেট।

সাক্ষাৎকারে তার সেরা বোলিং স্পেলের বিষয়ে প্রশ্ন করা হলে রশিদ তিনটি স্পেলকে সামনে রাখেন। তবে এক্ষেত্রে তিনি সবার আগে বলেন বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচের কথা। এছাড়া বাকি দুটি স্পেলের একটি ২০১৮ আইপিএলের। অপরটি বিগ ব্যাশে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে।

আমি তিনটির নাম বলবো। এর মধ্যে একটি হলো গত টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে, যেখানে আমি চার উইকেট পেয়েছিলাম। সেখানে আমরা ১১৫ রান রক্ষার চেষ্টা করছিলাম। এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি স্পেল। নিউ জিল্যান্ডের বিপক্ষে সেই বিশ্বকাপে আমি চার উইকেট পেয়েছিলাম। কিন্তু সেটা ভিন্ন ম্যাচ ছিল আর এটা ভিন্ন।

বাংলাদেশের বিপক্ষে আমি কেবল ১১৫ রান ডিফেন্ড করছিলাম, যেটা অনেক কঠিন অবস্থানে ছিল। তাই আমার কাছে মনে হয়েছে এটা একটু উপরেই থাকবে।

মন্তব্য করুন: