রেকর্ড গড়ে ২০০ ক্যাচের মাইলফলকে স্মিথ

৯ ফেব্রুয়ারি ২০২৫

রেকর্ড গড়ে ২০০ ক্যাচের মাইলফলকে স্মিথ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে উইকেটকিপারের বাইরে অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছিলেন স্টিভেন স্মিথ। এবার দেশটির ইতিহাসের প্রথম ফিল্ডার হিসেবে ২০০ ক্যাচ নেওয়ার কীর্তিও গড়েছেন তিনি। আর সব মিলিয়ে সবচেয়ে কম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার।

রোববার গলে ম্যাচের চতুর্থ দিন সকালে ন্যাথান লায়নের বলে শর্ট ফাইন লেগে কুশল মেন্ডিসের ক্যাচ তালুবন্দী করে নিজের ২০০তম ক্যাচ নেন স্মিথ। টেস্ট ইতিহাসে উইকেটকিপারের বাইরে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। আর এই মাইলফলক স্পর্শ করতে তিনি খেলেছেন ২২১ ইনিংস।

ফিল্ডার হিসেবে এর চেয়ে কম ইনিংসে ২০০ ক্যাচ নেননি আর কোনো ক্রিকেটার। স্মিথের সমান ২০০ ক্যাচ নিতে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস খেলেন ৩১৫ ইনিংস।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে এমন ফিল্ডারদের মধ্যে স্মিথের সামনে আছেন কেবল জো রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার ২০৭টি ক্যাচ নিতে খেলেছেন ২৮৯ ইনিংস।

৩০১ ইনিংসে ২১০ ক্যাচ নিয়ে এ তালিকায় সবার ওপরে আছেন ভারতের রাহুল দ্রাবিড়। আর তিনে থাকা শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ২৭০ ইনিংসে ক্যাচ নিয়েছেন ২০৫টি।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই স্বদেশি রিকি পন্টিংকে ছাড়িয়ে ফিল্ডার হিসেবে দেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েন স্মিথ। ৩২৮ ইনিংসে ১৯৬ ক্যাচ নিয়ে ক্যারিয়ার শেষ করা পন্টিংকে পেছনে ফেলতে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ১০৮টি ইনিংস কম খেলেন।

মন্তব্য করুন: