ভারতের বিপক্ষে ইংল্যান্ডের বদলি ফিল্ডারদের তালিকায় দুই কোচ

৯ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের বদলি ফিল্ডারদের তালিকায় দুই কোচ

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। তবে এর আগেই চোট হানা দিয়েছে ইংল্যান্ড শিবিরে। চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের দল থেকে ছিটকে গেছেন ব্যাটার জ্যাকব বেথেল। এমন অবস্থায় দলে সুস্থ খেলোয়াড়ের সঙ্কট থাকায় দুই সহকারী কোচকে বদলি ফিল্ডারের তালিকায় রেখেছে ইংলিশরা।

রোববার কটকে ভারতের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাট করে ৩০৪ রানের সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে যাওয়া বেথেলকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে এখনও মাংসপেশীর চোট থেকে সেরে উঠছেন উইকেটকিপার-ব্যাটার জেইমি স্মিথ। ফলে একপ্রকার বাধ্য হয়েই বদলি ফিল্ডারদের তালিকায় দুই সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক ও পল কলিংউডের নাম দিয়েছে ইংল্যান্ড।

চ্যাম্পিয়নস ট্রফির দলের দুই ক্রিকেটার চোটে পড়ায় তাদের ব্যাকআপ হিসেবে আরেক উইকেটকিপার-ব্যাটার টম ব্যান্টনকে দলে নিয়েছে সফরকারীরা। সোমবার তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন।

বেথেলের চোটের মাত্রা জানতে শিগগিরই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরে উঠতে খুব বেশি সময়ও নেই ২১ বছর বয়সী এই ব্যাটারের কাছে। তবে আশার কথা হলো, সময়ের মধ্যে সেরে উঠতে পারেন স্মিথ। রোববার ম্যাচের আগে দলের সঙ্গে ওয়ার্ম-আপও করেছেন তিনি।

আগামী বুধবারের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দলে পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দেশগুলো।

এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৯টি ওয়ানডে খেলা বেথেল দুই ফিফটিতে রান করেছেন ২১৮। বাঁহাতি স্পিনে শিকার করেছেন ৫ উইকেট।

মন্তব্য করুন: