চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ঘাটতির কথা মেনে নিলেন বাংলাদেশ কোচ

১০ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ঘাটতির কথা মেনে নিলেন বাংলাদেশ কোচ

বিপিএলে প্রায় দেড় মাস মাঠের ক্রিকেটে ব্যস্ত ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। টি-টুয়েন্টি ক্রিকেটের ব্যস্ততা কাটিয়ে এবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা। তবে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য নাজমুল হোসেন শান্তর দল সেরা প্রস্তুতিতে নেই বলে মনে করছেন হেড কোচ ফিল সিমন্স।

গত শনিবার থেকে মিরপুর শের--বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প শুরু করে বাংলাদেশ। তবে আগের দিন বিপিএল শেষ হওয়ায় বেশ কিছু ক্রিকেটার ছুটিতে থাকায় এখনও পুরো দলকে ক্যাম্পে পাননি কোচ। ফলে আগামী বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে স্বাভাবিকভাবেই প্রস্তুতিতে ঘাটতি থাকছে দলের।

অনুশীলন ছাড়াও ঘাটতি আছে ওয়ানডে ম্যাচ খেলাতেও। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে প্রায় দুই মাস আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে। অন্যদিকে এরই মধ্যে এই ফরম্যাটে খেলে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। বাংলাদেশের গ্রুপে থাকা ভারত খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল পাকিস্তান নিউ জিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে অনুশীলনে ঘাটতির কথা মেনে নিয়ে সিমন্স বলেন, “আমি আপনার সঙ্গে একমত যে এটা সেরা প্রস্তুতি নয়। তবে একটা জিনিস আমি বলব যে, তারা খেলার মধ্যে ছিল এবং সাদা বলের ক্রিকেটই খেলছিল। যার মানে স্কিলের দিক থেকে তারা তীক্ষ্ণই আছে।"

"আমার মনে হয়, আগামী - দিনে ওদের মানসিকতা ৫০ ওভারের ক্রিকেটের দিকে আনতে হবে। ওদের স্কিল আছে। আমরা তাদেরকে পারফর্ম করতে দেখেছি। তাই এখন ৫০ ওভারের মানসিকতা আনাটাই মূল ব্যাপার।

বিপিএলের টি-টুয়েন্টি মেজাজ থেকে খেলোয়াড়দের বের করে আনতে প্রস্তুতি পর্ব ক্রিকেটারদের জন্য দুই বেলার লম্বায় ব্যাটিং বোলিং অনুশীলনের পরিকল্পনা নেওয়ার কথা জানান হেড কোচ।

হ্যাঁ, এটা (লম্বা ব্যাটিং-বোলিং সেশন) গুরুত্বপূর্ণ। যে কারণে সামনের কয়েক দিন আমাদের অনুশীলনের সেশন দ্বিগুণ করে দেওয়া হয়েছে। যেখানে আমরা সকালে ব্যাটিং-বোলিং করব। পরে সন্ধ্যায় আলোর নিচেও একই। যাতে আমরা ৫০ ওভার ব্যাটিংয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি।

আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আগামী বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। সেখানে কয়েক দিন অনুশীলনের পর ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে গত আসরের সেমি-ফাইনালিস্টরা।

এরপর শান্তর দল যাবে পাকিস্তানে। সেখানে রাওয়ালপিন্ডিতে ২৪ তারিখ নিউ জিল্যান্ড ২৭ তারিখ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য করুন: