চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ পরিচালনায় যারা

১০ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ পরিচালনায় যারা

আসন্ন চ্যাম্পিনস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো পরিচালনার জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে আইসিসি। অন্যদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপের মতো এই আসরেও উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রুপ পর্বের ম্যাচগুলোর দায়িত্ব কারা থাকবেন সেই তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে বাংলাদেশ। সেই পরিচালনার জন্য মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার পাওয়া ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। ম্যাচ রেফারি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন।

রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন পাকিস্তানের আহসান রাজা ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার রড টাকার। ম্যাচ রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

এই মাঠে ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টাইগাদের প্রতিপক্ষ পাকিস্তান। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের মাইকেল গফ ও হোল্ডস্টোক। থার্ড আম্পায়ারের ভূমিকায় দায়িত্ব পালন করবেন রাইফেল। ম্যাচ রেফারি বুন।

অন্যদিকে আট বছর পর পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে আছেন সৈকত। বাংলাদেশের প্রথম এলিট প্যানেল জায়গা পাওয়া এই আম্পায়ার সঙ্গী হিসেবে পাবেন ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবরোকে।

উদ্বোধনী ম্যাচসহ এই আসরে মোট ৪টি ম্যাচ পরিচালনায় থাকবেন সৈকত। এর মধ্যে ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার এবং দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন তিনি।

মন্তব্য করুন: