ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের নারী ক্রিকেটার

১১ ফেব্রুয়ারি ২০২৫

ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের নারী ক্রিকেটার

ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে খেলা সোহেলী আক্তারকে পাঁচ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মেয়েদের ২০২৩ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেলীর সাজার বিষয়টি জানানো হয়। তিনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতি বিরোধী আইনের পাঁচটি ধারা ভঙ্গ করেছেন।

এর মধ্যে রয়েছে একটি পক্ষের সঙ্গে চুক্তি করে ম্যাচের ফল, প্রক্রিয়াকে প্রভাবিত করা ও আন্তর্জাতিক ম্যাচে ইচ্ছে করে ভালো না খেলা। এছাড়া আরও যেসব দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গ করেছেন সেগুলো হলো – ফিক্সিং বা এর সঙ্গে যোগসাজশের জন্য কোনো কিছু গ্রহণ করা, চাওয়া অথবা প্রস্তাব দেওয়া। সরাসরি অথবা সামনে না থেকেও ম্যাচের ফলকে প্রভাবিত করার জন্য অনুরোধ, প্রলোভন দেখানো, প্ররোচিত করা।

এমন প্রস্তাব পেয়েও তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আকু) জানাননি সোহেলী। তার বিরুদ্ধে তদন্তের কাজে দেরি করানো, প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগও রয়েছে।

ইতোমধ্যে আকুর কাছে দায় স্বীকার করেছেন সোহেলী। তার নিষেধাজ্ঞা গত ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

জাতীয় দলের হয়ে ২০২২ সালের অক্টোবরে সবশেষ মাঠে নেমেছিলেন সোহেলী। ২০১৩ সালে টি-টুয়েন্টি দিয়ে তার জাতীয় দলে অভিষেক হয়। ১৩ ম্যাচের ক্যারিয়ারে এই ফরম্যাটে ডানহাতি অফস্পিনে তার শিকার ৮ উইকেট। এছাড়াও বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডেও খেলেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

মন্তব্য করুন: