চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন না স্টার্কও, অস্ট্রেলিয়া দলে ৫ পরিবর্তন

১২ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন না স্টার্কও, অস্ট্রেলিয়া দলে ৫ পরিবর্তন

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। চোটের কারণে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ তিন ক্রিকেটার। এবার আসর শুরুর সপ্তাহখানেক নিজেকে সরিয়ে নিয়েছেন মিচেল স্টার্ক। সব মিলিয়ে গত মাসের ঘোষণা করা প্রাথমিক দল থেকে মোট পাঁচটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া।

বুধবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্টিভ স্মিথকে অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বর্তমান ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নরা। ডানহাতি এই ব্যাটারের অধীনে সম্প্রতি শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া।

চোটের কারণে কামিন্স ছাড়াও আরেক পেসার জশ হ্যাজেলউড ও অলরাউন্ডার মিচেল মার্শ আগেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান। এরপর আচমকাই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দলের অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিলেন স্টার্ক। তবে বাঁহাতি এই পেসারের চোট নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে অস্বস্তিতে দেখা যায়।

স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউড না থাকায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের পেসারদের ছাড়াই আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

আট বছর পর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া দলে বদলি হিসেবে আসা পাঁচ জন হলেন তিন পেসার শন অ্যাবট, স্পেন্সার জনসন ও বেন ডোয়ার্শিস, স্পিনার তানভির স্যাঙ্গা এবং ব্যাটার জেইক ফ্রেজার-ম্যাগার্ক।

২২ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। ‘বি গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (২৫ ফেব্রুয়ারি) ও আফগানিস্তান (২৮ ফেব্রুয়ারি)।

চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল:

স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির স্যাঙ্গা, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জ্যাম্পা।

মন্তব্য করুন: