চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকে এগিয়ে রাখছেন পন্টিং

১২ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকে এগিয়ে রাখছেন পন্টিং

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ছন্দে নেই। দলে নেই অভিজ্ঞ ক্রিকেটারের ছড়াছড়ি। সব মিলিয়ে তরুণ এক দল নিয়েই এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আর দলের বর্তমান অবস্থা বিবেচনায়, নাজমুল হোসেন শান্তর দলকে নিচের দিকেই রাখছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়কের মতে, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের ভালো করার সম্ভাবনা বেশি।

আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরেগ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত নিউ জিল্যান্ডকে। আগামী ২০ ফেব্রুয়ারি রোহিত শর্মার দলের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা।

৫০ ওভারের কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলেই চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ। নিজেদের খেলা সবশেষ ওয়ানডের ৫টিতেই হেরেছে তারা। এছাড়াও দলে নেই তামিম ইকবাল সাকিব আল হাসানের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সব মিলিয়ে শক্তির বিচারে অংশগ্রহণকারী অন্য দলগুলো তুলনায় লাল-সবুজের প্রতিনিধিদের পিছিয়েই রাখছেন পন্টিং।

আইসিসির রিভিউ অনুষ্ঠানে অস্ট্রেলিয়াকে টানা দুটি চ্যাম্পিয়নস ট্রফি জেতানো এই অধিনায়ক বলেন, “সত্যি কথা বলতে, তারা (বাংলাদেশ) চ্যাম্পিয়নস ট্রফিতে বেশ ভুগতে চলেছে। আমার মনে হয়, অন্য দলগুলোর সঙ্গে মানের বিচার করলে এই দলটা পিছিয়ে থাকবে। তাদের দলে কোয়ালিটির কিছুটা অভাব আছে।

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে সেমি-ফাইনালে খেলেছিল বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে তৃতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক হয়েছিলেন তামিম। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে জোড়া শতক হাঁকিয়ে দলকে জিতিয়ে সেমি-ফাইনালে তুলেছিলেন সাকিব-মাহমুদউল্লাহ।

দীর্ঘদিন সাকিব-তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকায় এবারের আসরে দলকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মত দেন পন্টিং।

বাংলাদেশ যদি ঘরের মাঠের মতো আদর্শ কন্ডিশন পায়, তাহলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। কিন্তু আমার মনে হয় না চ্যাম্পিয়নস ট্রফিতে তারা সেই সুবিধা পাবে। আপনি যাদের নাম বললেন, তারা বড় মাপের বেশ অভিজ্ঞ খেলোয়াড়। বড় টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ সেসব খেলোয়াড়ের ওপর নির্ভরশীল। এই শূন্যস্থান পূরণ করা তাদের জন্য কঠিন হবে। আমার তো মনে হয় চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের (ভালো করার) সম্ভাবনা বেশি।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিগ্রুপে আছে আফগানিস্তান। গত নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল রশিদ খানরা।

মন্তব্য করুন: