চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ
১২ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যাওয়ার আগে ওয়ানডে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ। দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। তবে আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা বেশ পরিষ্কার ভাবেই জানিয়ে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে তার দল।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছিল আনুষ্ঠানিক ফটোসেশন ও দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলন।
সেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে দলের লক্ষ্য জানতে চাওয়া হলে এক বাক্যে শান্ত উত্তর দেন, “আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।”
এমন বড় লক্ষ্য ধরে রাখার পেছনে কাজ করছে শান্তর আত্মবিশ্বাস। সঙ্গে আছে দলের বাকিদেরও সমর্থন। সব মিলিয়ে শিরোপা জয়ের লক্ষ্য থাকায় বাড়তি কোনো চাপ কাজ করবে না বলে জানান বাংলাদেশ অধিনায়ক।
“আমার কাছে এমন কিছু (চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ঠিক করায় বাড়তি চাপ) মনে হয় না। এখানে যে আটটা দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে। ৮টা দলই কোয়ালিটি দল। আমি বিশ্বাস করি, আমাদের দলের ওই (চ্যাম্পিয়ন হওয়ার) সামর্থ্য আছে।”
“বাড়তি চাপ আমার মনে হয় না কেউ অনুভব করবে। কারণ সবাই এটাই চাচ্ছে। সবাই মনেপ্রাণে এটা চায় এবং বিশ্বাস করে আমাদের সেই সামর্থ্য আছে। আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন, জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকটা ক্রিকেটার বিশ্বাস করি যে, আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারব।”
বয়সভিত্তিক দলবাদে আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য গতবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সেমি-ফাইনাল খেলা। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টপকে সেরা চারে উঠেছিল মাশরাফি বিন মোর্তজার দল। সেখান থেকেও অনুপ্রেরণা নেওয়ার কথা জানালেন শান্ত।
“সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেছি, ভালো একটা স্মৃতি ছিল। সেমি-ফাইনাল খেলেছিলাম। অবশ্যই এটা বাড়তি অনুপ্রেরণা দেবে আমাদের। এছাড়া দেশের মানুষের প্রত্যাশা, পরিবারের প্রত্যাশা, ক্রিকেটারদের প্রত্যাশা তো আছেই। সব মিলিয়ে আমরা যেভাবে প্রস্তুতি নিতে পেরেছি... বিশ্বাস করছি যে, ভালো অবস্থানে যাওয়া সম্ভব।”
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা জয়ের অভিযান শুরু করবে শান্তর দল। ‘এ’ গ্রুপে নিজেদের পরের দুটি ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য করুন: