সাকিবকে নিয়ে বারবার একই প্রশ্নে ‘বিরক্ত’ শান্ত

১২ ফেব্রুয়ারি ২০২৫

সাকিবকে নিয়ে বারবার একই প্রশ্নে ‘বিরক্ত’ শান্ত

দীর্ঘ দিন ধরে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাকিব আল হাসান। ২০০৬ সাল থেকে তাকে ছাড়া আইসিসির কোনো আসরে খেলেনি বাংলাদেশ। তবে এবার সেই যাত্রায় ছেদ পড়তে যাচ্ছে। বাঁহাতি এই অলরাউন্ডারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাচ্ছে টাইগাররা। আর দেশসেরা এই অলরাউন্ডারকে নিয়ে বারবার একই প্রশ্ন করায় যেন কিছুটা বিরক্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে বুধবার তার আগে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছিল আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলন।

সেখানে সাকিবকে দল মিস করবে কি না জানতে চাওয়া হলে শান্ত বলেন, “সাকিব ভাইকে অবশ্যই মিস করব। এই প্রশ্ন কেন করলেন আমি জানি না। সবাই জানি, এই উত্তর অনেক খেলোয়াড় অনেকবার দিয়েছে- সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো। অনেকবার উত্তর পেয়েছেন। আমার মনে হয় না একটা টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলা যৌক্তিক হবে।

সাকিবের প্রসঙ্গটা উঠে আসে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের খেলতে পারার সুযোগ হওয়া নিয়ে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের টিকিট পায় তারা। তৃতীয় উইকেটে শান্তর সঙ্গে ১৬৯ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন সাকিব। বল হাতে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৬৫ বলে ৮২ করে দলকে জিতিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন বাঁহাতি এই অলরাউন্ডার।

সে ম্যাচের প্রসঙ্গে শান্ত বলেন, “ঐ ম্যাচে সাকিব ভাই দুর্দান্ত ব্যাটিং করেছেন। আমার মনে হয় ওই ইনিংসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। ওই ইনিংসটা আমাদের দলকে জেতাতে অনেক সহায়তা করেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের ভূমিকায় কে থাকবেন জানতে চাওয়া হলে বাংলাদেশ অধিনায়ক বলেন, “যে দায়িত্ব পাবে সে সাকিব ভাইয়ের রোল প্লে করবে।

মন্তব্য করুন: