স্থানীয় ক্রিকেটারদের ৭৫ শতাংশ অর্থ পরিশোধ দুর্বার রাজশাহীর
১৪ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএলের এবারের আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া নিয়ে কম টালবাহানা করেনি দুর্বার রাজশাহী। প্রতিশ্রুতি দিয়েও সময় মতো পারিশ্রমিক না দেওয়া ও চেক বাউন্স করাসহ পুরো আসর জুড়েই বিতর্কিত ছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার তারা জানিয়েছে, দলের সব দেশীয় ক্রিকেটারদের পারিশ্রমিকের ৭৫ শতাংশ অর্থ পরিশোধ করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। বাকি ২৫ শতাংশ অর্থ আগামী ৮ মার্চের মধ্যে দেওয়া হবে বলে জানানো হয়। তবে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়ে কিছু জানানো হয়নি।
“ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এটি তৃতীয় কিস্তি ছিল। বিসিবির গাইডলাইন মেনে খেলোয়াড়দের পারিশ্রমিকের বাকি অংশ আগামী ৮ মার্চের মধ্যে পরিশোধ করা হবে।”
সিলেট পর্ব শেষে রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি সামনে আসে। বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম দিনের অনুশীলন বন্ধ রাখে দলের ক্রিকেটাররা। এছাড়াও ঢাকা পর্বের দ্বিতীয় ধাপে এক ম্যাচ বয়কট করেন দলটির বিদেশি ক্রিকেটাররা।
টুর্নামেন্ট থেকে রাজশাহীর বিদায় নিশ্চিত হওয়ার পর পারিশ্রমিক ছাড়াও নিজ নিজ দেশে ফেরার টিকিট না পাওয়ায় টিম হোটেলে থেকে যেতে হয় দলের পাঁচ বিদেশি ক্রিকেটারকে।
কয়েক দফায় বকেয়া পারিশ্রমিক প্রদানের একাধিকবার আশ্বাস দেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমান। শেষ পর্যন্ত গত ৩ ফেব্রুয়ারি তাকে আইন শৃঙ্খলাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। সেখানে ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে ক্রিকেটারদের সমস্ত পাওয়া পরিশোধের আশ্বাস দিয়েছিলেন শফিকুর।
৭৫ শতাংশ পারিশ্রমিক পাওয়ার বিষয়টি দেশের জাতীয় এক দৈনিককে নিশ্চিত করেন রাজশাহীর এক ক্রিকেটার।
মন্তব্য করুন: