নাহিদ রানা নিয়ে অনেক প্রশ্ন বাংলাদেশের সংবাদ সম্মেলনে

১৯ ফেব্রুয়ারি ২০২৫

নাহিদ রানা নিয়ে অনেক প্রশ্ন বাংলাদেশের সংবাদ সম্মেলনে

গতির ঝড় তুলে জাতীয় দলে অভিষেকের পর থেকেই আলোচনায় আছেন নাহিদ রানা। এবারের চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে মাঠে নামতে যাচ্ছেন এই ডানহাতি ফাস্ট বোলার। বড় মঞ্চে তরুণ এই বোলার কী করেন তা দেখতে যেন মুখিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব, যার প্রমাণ পাওয়া গেল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম সংবাদ সম্মেলনে। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে তাকে নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন নাহিদ। এরপর পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গতির ঝড় তুলে আলোচনায় আসেন ২২ বছর বয়সী এই পেসার। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ে বড় অবদানও রাখেন তিনি।

নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের পর এই ফরম্যাটেও গতির ঝড় তুলেছেন নাহিদ। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে শিকার করেছেন ৪ উইকেট।

বৃহস্পতিবার দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের অনেকটা অংশজুড়েই প্রশ্ন ছিল নাহিদকে নিয়ে, যেগুলোর অধিকাংশই করেন বিদেশি সাংবাদিকরা।

নাহিদের মতো ফাস্ট বোলারকে দলে পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে শান্ত বলেন, “আমি অনেক খুশি। গত কয়েক ম্যাচে সে বেশ ভালো বোলিং করেছে এবং আপনি যেমনটা বললেন জোরে বল করেছে। মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে। এটা আমাদের মোটিভেটও করে যে প্রতিপক্ষকে কিভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারি। এটা এমন জিনিসটা যেটা আমি পছন্দ করি।

আমি চাইব সে যেন ফিট থাকে এবং সে তার ফর্ম ধরে রাখবে। আশা করি সে এটা ধরে রাখবে এবং আমরা আরও ২-৩জন ভালো পেসার পেয়েছি। আমাদের ভালো বোলিং ইউনিট আছে, আশা করি তারা তাদের ফর্ম ধরে রাখবে।

অনেক বেশি আলোচনা হওয়ায় নাহিদ চাপে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, “অবশ্যই দেখেন রানা যেরকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে। ও স্বাভাবিক আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে। কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।

সদ্য শেষ হওয়া বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে টানা ম্যাচ খেলে গেছেন নাহিদ। টানা ম্যাচ খেলার ধকল সামলে তিনি নিজের গতি ধরে রাখতে পারবেন কি না, তা নিয়েও আছে শঙ্কা। তবে দলের সবচেয় গতিময় এই পেসারকে নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত।

রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।

মন্তব্য করুন: