ইয়ং-ল্যাথামের শতকে পাকিস্তানকে বড় লক্ষ্য দিল নিউ জিল্যান্ড

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ইয়ং-ল্যাথামের শতকে পাকিস্তানকে বড় লক্ষ্য দিল নিউ জিল্যান্ড

বল হাতে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তিন উইকেট তুলে নিয়ে নিউ জিল্যান্ডকে চাপে রেখেছিলেন পেসাররা। তবে উইল ইয়ংয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পায় কিউইরা। আর শেষ দিকে গ্লেন ফিলিপসের সঙ্গে ঝড় তুলে সেঞ্চুরি পূর্ণ করে দলকে ৩২০ রানের সংগ্রহ এনে দিয়েছেন টম ল্যাথাম।

বুধবার করাচিতে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারায় নিউ জিল্যান্ড। জয় দিয়ে আসর শুরু করতে স্বাগতিক পাকিস্তানের লক্ষ্য ৩২১ রানে।

১১৩ বলে ইয়ংয়ের ১০৭ রানের পর ল্যাথাম অপরাজিত থাকেন ১১৮ রানে। বাঁহাতি এই ব্যাটার তার ১০৪ বলের ইনিংসটি সাজান ১০ চার ও ৩ ছক্কায়। ঝড়ো ফিফটিতে ৩৯ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬১ রান করেন ফিলিপস। ল্যাথাম-ফিলিপসের ঝড়ে শেষ ৫ ওভারে দলের খাতায় যোগ হয় ৬৪ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখে শুনেই করেন ইয়ং ও ডেভন কনওয়ে। তবে উদ্বোধনী জুটি থেকে ৩৯ রানের বেশি আসতে দেননি আবরার আহমেদ। কনওয়েকে (১০) বোল্ড করে জুটিটি ভাঙেন এই লেগ-স্পিনার। পরের ওভারেই উইলিয়ামসনকে (১) তুলে নিয়ে নিউ জিল্যান্ডের চাপ আরও বাড়িয়ে দেন নাসিম শাহ।

তৃতীয় উইকেটে ড্যারিল মিচেলকে নিয়ে জুটি গড়ে ইয়ং চাপ সামাল দেওয়ার করলে বাধা হয়ে দাঁড়ান হারিস রউফ। মিচেলকে (১০) ফিরিয়ে ৩৩ রানের এই জুটি ভাঙেন তিনি।

৭৩ রানে ৩ উইকেট হারিয়ে দারুণ চাপে থাকা দলকে টেনে তুলতে শুরু করেন ইয়ং-ল্যাথাম জুটি। ধীরস্থির শুরু পর চতুর্থ উইকেটে ১২৬ বলে এই দুই ব্যাটার যোগ করেন ১১৮ রান। এর মাঝে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ইয়ং। তাকে ফিরিয়ে পাকিস্তানকে কিছুটা স্বস্তি দেন নাসিম।

এরপর ক্রিজে এসেই স্বাগতিকদের ওপর ঝড় তোলে ফিলিপস। অপরপ্রান্তে তাকে সঙ্গ দিয়ে ৯৫ বলে ক্যারিয়ারের অষ্টম শতক তুলে নেন ল্যাথাম। ত্রিদেশীয় সিরিজের আক্রমণাত্মক ছন্দ ধরে রেখে ৩৪ বলে ফিফটির দেখা পান ফিলিপস। শেষ ওভারে তাকে ফিরিয়ে পঞ্চম উইকেটে ৭৪ বলে ১২৫ রানের জুটি ভাঙেন হারিস।

নাসিম ও হারিস পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: