ভারত দলে ৫ নয়, ২ স্পিনার: বাংলাদেশ ম্যাচের আগে রোহিত

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ভারত দলে ৫ নয়, ২ স্পিনার: বাংলাদেশ ম্যাচের আগে রোহিত

যশপ্রীত বুমরাহ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর অতিরিক্ত একজন স্পিনারসহ মোট পাঁচ স্পিনার নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করেছিল ভারত। দুবাইয়ের মতো কন্ডিশনে দলে স্পিনারদের আধিক্য থাকায় তা নিয়ে কিছুটা সমালোচনাও হয়েছিল। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তার দলে কেবল দুইজন স্পিনার আছে।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে ভারত। পাকিস্তানে গিয়ে এবারের আসরে খেলতে রাজি না হওয়ায় এই মাঠেই নিজেদের সব ম্যাচ খেলবে রোহিতের দল।

বুমরাহ টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর বোলিং আক্রমণে ধার বাড়াতে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করে ভারত। আগে থেকেই দলে ছিলেন তিন স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ছিলেন কুলদিপ যাদব।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বুধবার সংবাদ সম্মেলনে প্রথমেই দলে পাঁচ স্পিনার রাখার বিষয়ে জানতে চাওয়া হলে রোহিত বলেন, “এখানে দুজন স্পিনার আছে। বাকি তিনজন হলেন অলরাউন্ডার। আমি তাদেরকে পাঁচজন স্পিনার হিসেবে দেখছি না। সেই তিনজন ব্যাট বল দুটোই করতে পারে। জাদেজা, অক্ষর ওয়াশি আমাদের খেলায় কম্বিনেশন সাজাতে, দল সাজাতে ভিন্ন মাত্রা যোগ করে। অনেক গভীরতা দেয়। জন্য আমরা চেষ্টা করেছি এমন খেলোয়াড় নিতে যাদের একটির চেয়ে দুটো স্কিল আছে।

অন্য দলগুলোর ফাস্ট বোলার অলরাউন্ডার থাকে। তখন তারা বলে যে তাদের ছয়জন ফাস্ট বোলার আছে, যেটা ভালো। তবে আমরা আমাদের শক্তি নিয়ে কাজ করার এবং দলে তা প্রয়োগ করার চেষ্টা করি।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডে দল এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পান বরুণ। এখন পর্যন্ত খেলেছেন কেবল একটি ওয়ানডে।

বরুণকে নিয়ে রোহিত বলেন, “সে অনুশীলনের সময় বোলিংয়ে খুব একটা বৈচিত্র্য আনে না। সে শুধু একই ধরনের বল করে যায়। আমার মনে হয়, সে আমাদেরকে তার বৈচিত্র্য দেখাতে চায় না। তবে এটা ভালো দিক। তার অবশ্যই এমন কিছু অস্ত্র আছে যা কেবল যখন দরকার পড়বে তখন বের করবে।

মন্তব্য করুন: