মাহমুদউল্লাহ-নাহিদকে ছাড়া ভারতের মুখোমুখি বাংলাদেশ

২০ ফেব্রুয়ারি ২০২৫

মাহমুদউল্লাহ-নাহিদকে ছাড়া ভারতের মুখোমুখি বাংলাদেশ

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে নেই মাহমুদউল্লাহ রিয়াদ।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচে তিন পেসার দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। ম্যাচের আগে থেকে আলোচনায় থাকা নাহিদ রানাকে একাদশে রাখা হয়নি।

তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন রিশাদ হোসেন।

টসের সময় মাহমুদউল্লাহকে একাদশে না রাখার কারণ হিসেবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোনো কারণ জানাননি। তবে ম্যাচ পূর্ববর্তী অনুষ্ঠানে বাংলাদেশের ধারাভাষ্যকার আতাহার আলী খান জানান, চোটের কারণে এই ম্যাচে খেলছেন না মাহমুদউল্লাহ।

শান্ত ছাড়াও একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম তাওহিদ হৃদয়। ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম সৌম্য সরকার।

অন্যদিকে দুই পেসার নিয়ে দল সাজিয়েছে ভারত।

ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন: