১০ ওভারেই ৫ উইকেট নেই বাংলাদেশের

২০ ফেব্রুয়ারি ২০২৫

১০ ওভারেই ৫ উইকেট নেই বাংলাদেশের

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ১০ ওভারের ভেতর উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বৃহস্পতিবার দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ারপ্লেতে উইকেট হারিয়ে ৩৯ রান তোলে বাংলাদেশ।

ম্যাচের প্রথম ওভারেই সৌম্য সরকারের () উইকেট হারায় দল। পরের ওভারে রানের খাতা খোলার আগে সাজঘরের পথ দেখেন অধিনায়ক শান্তও।

মেহেদী হাসান মিরাজকে নিয়ে দ্রুত দুই উইকেট হারিয়ে দারুণ চাপে থাকা দলকে টেনে তোলার চেষ্টা চালান তানজিদ হাসান তামিম। কিন্তু ২৪ রানের এই জুটি ভাঙে মোহাম্মদ শামির দ্বিতীয় শিকার হয়ে মিরাজ () আউট হলে।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রেখেছিলেন তানজিদ। কিন্তু ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে জোড়া শিকার ধরে বাংলাদেশকে আরও বিপদে ফেলেন অক্ষর প্যাটেল। ওভারের দ্বিতীয় বলে তুলে নেন ২৫ বলে ২৫ রান করা তানজিদের উইকেট। পরের বলেই ফেরান মুশফিকুর রহিমকেও।

হ্যাটট্রিকও প্রায় করে ফেলেছিলেন প্যাটেল। জাকের আলী প্রথম বলে স্লিপে ক্যাচ দেন। কিন্তু সহজ ক্যাচটি তালুবন্দী করতে ব্যর্থ হন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

মন্তব্য করুন: