চোটে চ্যাম্পিয়নস ট্রফি শেষ ফখর জামানের

২০ ফেব্রুয়ারি ২০২৫

চোটে চ্যাম্পিয়নস ট্রফি শেষ ফখর জামানের

শঙ্কাটা জেগেছিল আগেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণাটাও। চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন ফখর জামান। ফলে শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতেই ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।

ফখরের বদলি হিসেবে আরেক বাঁহাতি ওপেনার ইমাম-উল-হককে দলে নেওয়ার অনুমোদন দিয়েছে আইসিসি।

বুধবার করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলে দৌড়ে বাউন্ডারি আটকানোর সময় চোট পান ফখর। পিঠের নিচের অংশে অস্বস্তি বোধ করায় চিকিৎসার জন্য তিনি মাঠের বাইরে চলে যান তিনি। দুই ঘণ্টার বেশি সময় পর তিনি আবার ফিল্ডিংয়ে নামেন।

এ কারণে ওপেনিংয়ে নামারও সুযোগ পাননি ফখর। পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পর যখন ব্যাটিংয়ে নামেন তখনও তাকে অস্বস্তিতে দেখা যায়। তার জন্য বেশ কয়েকবার দলের ডাক্তার ও ফিজিওকে মাঠে আসতে হয়। দৌড়ে রান নিতে অসুবিধা হওয়ায় বাউন্ডারির ভরসায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত তার ধুঁকতে থাকা ৪১ বলের ইনিংসটির থামে ২৪ রানে। ৩২১ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান ম্যাচ হারে ৬০ রানে।

পাকিস্তানের আরেক ওপেনার সাইম আইয়ুব চোটে পড়ায় তার জায়গায় দলে ফিরেছিলেন ফখর। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতে গুড়িয়ে শিরোপা জিততে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচসেরা ইনিংসে ১০৬ বলে করেছিলেন ১১৪ রান।

তার বদলি হিসেবে দলে আসা ইমাম পাকিস্তানের হয়ে সবশেষ মাঠে নামেন ২০২৩ সালে। ৭২ ওয়ানডেতে ৪৮ দশমিক ২৭ গড় এবং ৯ সেঞ্চুরিতে তিনি ৩ হাজার ১৩৮ রান করেছেন।

আগামী রোববার দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।

মন্তব্য করুন: