রেকর্ড গড়ে ২০০ উইকেটের মাইলফলকে শামি

২০ ফেব্রুয়ারি ২০২৫

রেকর্ড গড়ে ২০০ উইকেটের মাইলফলকে শামি

চোটের কারণে এক বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে গত মাসে ফিরেছিলেন জাতীয় দলে। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই ওয়ানডেতে সবচেয়ে কম বলে ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন ভারতের এই পেসার।

বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৫ হাজার ১২৬তম বলে ওয়ানডেতে ২০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন শামি। ছাড়িয়ে গেছেন ৫ হাজার ২৪০ বলে ২০০তম উইকেট নেওয়া মিচেল স্টার্ককে।

তবে সবচেয়ে কম বলে এই মাইলফলক স্পর্শের কীর্তি গড়লেও ম্যাচের দিক দিয়ে যৌথভাবে দুই নম্বরে আছেন শামি। এই তালিকায় সবার ওপরে আছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার ১০২ ম্যাচে ২০০ উইকেট শিকার করেন। অন্যদিকে শামির লেগেছে ১০৪ ম্যাচ। তার সমান ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক।

বাংলাদেশ ইনিংসের ৪৩তম ওভারের চতুর্থ বলে ৬৮ জাকের আলীকে ফিরিয়ে ২০০তম শিকারটি ধরেন শামি। শেষ পর্যন্ত ১০ ওভারের স্পেলে ৫৩ রান দিয়ে তিনি শিকার করেন ৫ উইকেট। এরই সঙ্গে জহির খানকে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ৩৪ বছর বয়সী এই পেসার।

আইসিসির সব ওয়ানডে টুর্নামেন্ট মিলিয়ে ১৯ ম্যাচে ১৩ দশমিক ২৮ গড়ে এখন পর্যন্ত তার শিকার ৬০ উইকেট। ৩২ ম্যাচে ৫৯ উইকেট নিয়ে তার পরে আছেন জহির। বর্তমানে ভারতের হয়ে খেলছে এমন ক্রিকেটারদের মধ্যে শামির পরের অবস্থানে আছেন রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত বুমরাহ। ৩২ ম্যাচে জাদেজা নিয়েছেন ৪৩ উইকেট। আর চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না পারা বুমরাহর শিকার ২৫ ম্যাচে ৪২ উইকেট।

মন্তব্য করুন: