ডাক মারার রেকর্ডে তামিমের পরে মুশফিক

২০ ফেব্রুয়ারি ২০২৫

ডাক মারার রেকর্ডে তামিমের পরে মুশফিক

বাংলাদেশের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা দুই ব্যাটার হলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে দলের সবচেয়ে বেশি রান-সংগ্রাহকের তালিকায় দেশের সবার ওপরে আছেন এই দুই ব্যাটার। তবে শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডের শীর্ষ দুটি স্থানেও আছেন তারা। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে শূন্য রানে আউট হয়ে তামিমের পরের স্থানে উঠে এসেছেন মুশফিক।

বৃহস্পতিবার দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ছিল বাংলাদেশ। এমন ক্রিজে এসে রানের খাতা খোলার আগে নিজের প্রথম বলেই সাজঘরে ফেরেন মুশফিক। এ নিয়ে তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩টি ডাক মারেন অভিজ্ঞ এই ব্যাটার।

তবে এই অবস্থানে তার সঙ্গে আছেন মাশরাফি বিন মোর্তজাও। বাংলাদেশের সাবেক এই অধিনায়কও ৩৩ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন।

বাংলাদেশের হয়ে এই তালিকায় সবার ওপরে আছেন তামিম। তিন ফরম্যাট মিলিয়ে মোট ৩৬ বার রানের খাতা খোলার আগে সাজঘরের পথ দেখেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ওপেনার।

তিন নম্বরে থাকা মোহাম্মদ আশরাফুল রানের খাতা খোলার আগে ফিরেছেন ৩১ বার। আর দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শূন্য রানে আউট হয়েছেন ২৭ ইনিংসে।

অবশ্য সব মিলিয়ে ডাক মারার দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও ওয়ানডেতে এই তালিকায় যৌথভাবে পাঁচ নম্বরে আছেন মুশফিক। সাকিব ও আব্দুর রাজ্জাকের সমান ১২ ম্যাচে রানের খাতা খোলার আগে ফেরেন তিনি। ১৯টি ডাক নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন তামিম।

গত বছর তামিমকে টপকে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান-সংগ্রাহক হন মুশফিক।

মন্তব্য করুন: