আফগানিস্তান স্পিন সামলে দক্ষিণ আফ্রিকার ৩১৫

২১ ফেব্রুয়ারি ২০২৫

আফগানিস্তান স্পিন সামলে দক্ষিণ আফ্রিকার ৩১৫

রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। মাঝের ওভারগুলোতে রানের লাগাম টেনে ধরেছিল আফগানিস্তানের স্পিনাররা। তবে শেষ দিকে এইডেন মারক্রামের আগ্রাসী ব্যাটিংয়ে ৩০০ রান পার করতে পেরেছে প্রোটিয়ারা।

শুক্রবার করাচিতেবি গ্রুপের প্রথম ম্যাচে উইকেটে ৩১৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। মারক্রাম অপরাজিত থাকেন ৩৬ বলে ৫২ রানে। ক্যারিয়ারের প্রথম শতকে রিকেলটন করেন ১০৩ রান। অধিনায়ক টেম্বা বাভুমা ৫৮ রাসি ফন ডার ডুসেন ৫২ রান করেন।

রিকেলটন, বাভুমা ডুসেনের ব্যাটে ৩০ ওভারে ১৮৪ তোলে প্রোটিয়ারা। কিন্তু ক্রিজে থিতু হওয়ার পরও আফগান স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেভাবে হাত খুলে খেলতে পারেননি কেউই। তবে মারক্রামের প্রচেষ্টায় শেষ পাঁচ ওভারে ৫০ রান যোগ হওয়ায় বড় সংগ্রহ পায় তারা।

টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের শুরুটা অবশ্য ভালো হয়নি। টনি ডি জর্জিকে ফিরিয়ে ২৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ নবী। দ্বিতীয় উইকেটে বাভুমাকে নিয়ে বেশ স্বাচ্ছন্দেই রান তুলতে থাকেন রিকেলটন। কিন্তু কিছুটা ধীরগতিতেই ব্যাট করছিলেন প্রোটিয়া অধিনায়ক।

৬৩ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি করার কিছুক্ষণ পরেই সাজঘরে ফেরেন বাভুমা। ১২৯ রানের জুটি ভেঙে দলকে আবার স্বস্তি এনে দেন নবী। তৃতীয় উইকেটে রিকেলটন ডুসেন আগের চেয়ে কিছুটা দ্রুত রান গতিতে রান তুললেও হাত খুলে খেলতে পারেননি। এর মাঝে ১০১ বলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের তিন অঙ্কের ছোঁয়া পান রিকেলটন। তবে এরপরই এই উইকেটকিপার-ব্যাটারকে রানআউট করে ৪৪ রানের জুটি ভাঙেন রশিদ খান।

এরপর ডুসেন-মারক্রাম জুটিও কোনোভাবে রানরেট ছয়ের ওপরে নিয়ে যেতে পারেনি। পঞ্চম উইকেটে ডেভিড মিলারকে নিয়ে মারক্রাম ওভার প্রতি ১০ রান করে নিয়ে ৫০ রানের জুটি গড়েন। তবে নিষ্প্রভ ছিল মিলারের ব্যাট। তিনি ফেরেন ১৮ বলে ১৪ রান করে। শেষ ওভারে ভিয়ান মুল্ডার একটি করে চার ছক্কা মেরে দলকে বড় সংগ্রহ এনে দেন।  

নবীর শিকার উইকেট। একটি করে উইকেট নেন ফজলহক ফারুকি, আজমউল্লাহ ওমরজাই নূর আহমেদ।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: