অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সংগীত, ব্যাখ্যা চাইল পাকিস্তান
২৩ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতেই বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় স্ক্রিনের ওপরে লেখায় স্বাগতিক হিসেবে পাকিস্তানের নাম বাদ পড়ে। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে ভুলে বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত। আর এ ঘটনায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি।
শনিবার লাহোরে ইংল্যান্ডের জাতীয় সংগীত শেষে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানোর সময় বিপত্তি বাধে। কয়েক মুহূর্তের জন্য বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত। পরে অবশ্য দ্রুতই তা থামিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।
এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে পিসিবি। ভুলের দায় পুরোটাই আইসিসির ওপর চাপিয়েছে তারা। বিষয়টিকে কারিগরি ত্রুটি হিসেবে মনে করা আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে ঘটনার তদন্ত করছে।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ম্যাচ সম্প্রচারের সময় স্বাগতিকদের নাম বাদ, ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান
পিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানায়, চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির একটি টুর্নামেন্ট। জাতীয় সংগীতের তালিকা আইসিসির মাধ্যমে বিতরণ করা হয় এবং ম্যাচের আগে জাতীয় সংগীত বাজানোর দায়িত্বও তাদের কাছে থাকে। পাকিস্তানে ভারতের কোনো ম্যাচ না থাকার পরেও তাদের জাতীয় সংগীত থাকা নিয়ে প্রশ্নও তুলেছে পিসিবি।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচের ঘটনাতেও আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছিল পিসিবি। তখন অনানুষ্ঠানিকভাবে আইসিসি জানায়, বিষয়টি কারিগরি ত্রুটি ছিল।
টুর্নামেন্টে ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় স্ক্রিনের বাঁ দিকের উপরের কোনায় ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ পাকিস্তান’ লেখা থাকছে। পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পর পাকিস্তানে অনুষ্ঠিত সব ম্যাচের সম্প্রচারে এই লেখা ছিল। কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচ চলার সময় ওই লেখায় ‘পাকিস্তান’ অংশটুকু ছিল না।
মন্তব্য করুন: