ভারতীয় স্পিনে কাবু হয়ে পাকিস্তানের ২৪১

২৩ ফেব্রুয়ারি ২০২৫

ভারতীয় স্পিনে কাবু হয়ে পাকিস্তানের ২৪১

বাবর আজমের ব্যাটে ভালো শুরুর ইঙ্গিত পেয়েছিল পাকিস্তান। কিন্তু মাঝের ওভারগুলোতে ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি হারানোর পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে শেষ দিকে খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে ২৪১ রান করতে পেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

রোববার দুবাইয়ে ‘এ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৯০ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করে সৌদ শাকিল। বাঁহাতি রিস্ট স্পিনে ৩ উইকেট নেন কুলদীপ যাদব।

আগের ম্যাচে ধীরগতির ব্যাটিংয়ে ফিফটি করা বাবর এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। কিন্তু শুরুটা ধরে রাখতে পারেননি তিনি। ২৬ বলে ২৩ রান করে ডানহাতি এই ব্যাটার ফিরলে ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

সঙ্গীর বিদায়ের পরের ওভারে রানআউট হয়ে সাজঘরের পথ দেখেন ফখর জামানের বদলি হিসেবে দলে আসা ইমাম (১০)। ক্রিজে এসে প্রথম বলে চার মেরে আক্রমণাত্মক শুরুর ইঙ্গিত দেন রিজওয়ান। কিন্তু পাকিস্তান অধিনায়ক তা আর ধরে রাখতে পারেননি। একের পর এক ডট বল খেলে দলের রানের গতি কামিয়ে দেন তিনি।

অপর প্রান্তে রিজওয়ানের তুলনায় কিছুটা দ্রুত ব্যাটিং করা শাকিল ফিফটি তুলে নেন ৬৩ বলে। সঙ্গীর দেখানো পথে হেঁটে ফিফটির পথে ছিলেন রিজওয়ানও। জীবনও পেয়েছিলেন একবার। কিন্তু পরের ওভারেই ৭৭ বলে ৪৬ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন তিনি। এর আগে তৃতীয় উইকেটে শাকিলের সঙ্গে ১৪৪ বলে গড়েন ১০৪ রানের জুটি।

রিজওয়ানের বিদায়ের পর সেই ওভারেই জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি শাকিল। পরের ওভারে হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে বাঁহাতি এই ব্যাটার সাজঘরের পথ দেখেন। এক ওভার পর তাইব তাহিরকে (৪) বোল্ড করেন রবীন্দ্র জাদেজা।

দ্রুত তিন উইকেটে হারিয়ে চাপে থাকা দলকে টেনে তুলতে পাল্টা-আক্রমণে দ্রুত রান তুলতে শুরু করেন সালমান আলী আগা ও খুশদিল। কিন্তু এই জুটি থেকে ৩৫ রানের বেশি আসেনি। ৪৩তম ওভারে সালমান (১৯) ও শাহিন শাহ আফ্রিদিকে তুলে নিয়ে রানের গতি আরও কমিয়ে দেন কুলদীপ। শেষ পর্যন্ত খুশদিলের ৩৯ বলে ৩৮ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় পাকিস্তান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: