ইমামের রানআউটে ইনজামামকে খোঁচা

২৩ ফেব্রুয়ারি ২০২৫

ইমামের রানআউটে ইনজামামকে খোঁচা

ফখর জামানের বদলি হিসেবে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পেয়েছেন ইমাম-উল-হক। খেলছেন ভারতের বিপক্ষে ম্যাচেও। তবে ব্যাট হাতে দলের হয়ে তেমন অবদান রাখতে পারেননি বাঁহাতি এই ওপেনার। ১০ রান করে রানআউটে কাটা পড়ে ফিরেছেন সাজঘরে। আর তখনই ধারাভাষ্যকক্ষে পাকিস্তানের সাবেক ব্যাটার ও ইমামের চাচা ইনজামাম-উল-হককে নিয়ে মজা করেছেন সুনীল গাভাস্কার ও তার সাবেক সতীর্থ ওয়াসিম আকরাম।

রোববার দুবাইয়ে ম্যাচের দশম ওভারে মিড-অনে বল ঠেলে দিয়ে দ্রুত সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন ইমাম। তবে বাঁহাতি এই ব্যাটার অপর প্রান্ত ছোঁয়ার আগেই বল কুড়িয়ে ডিরেক্ট থ্রোতে তাকে রানআউট করেন অক্ষর প্যাটেল।

এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ছয়বার রানআউট হলেন ইমাম। অন্যদিকে ৪৬ বার রানআউট হয়েছিলেন ইনজামাম।

সে সময় ধারাভাষ্যে থাকা শাস্ত্রী মজা করে জানতে চান, রানআউট হওয়াটা ইমাম পারিবারিক সূত্রে পেয়েছে কি না? এর উত্তরে ওয়াসিম বলেন, “কোনো মন্তব্য করতে চাই না। ইনজি (ইনজামাম) কষ্ট পাবে। কিন্তু আমিও তেমন কিছু ভাবছি। আমি মোটেই বিশ্বের সেরা রানার ছিলাম না। তবে এই আউটটা (ইমামের আউট) আত্মঘাতী ছিল। এটার কোনো প্রয়োজন ছিল না। সে ভালোই সেট ছিল। এরপর বোকার মতো এই সিদ্ধান্ত নিয়ে তাকে ড্রেসিংরুমে ফিরতে হলো।

অন্যদিকে গাভাস্কার মজার ছলে বলেন, “রবি, তুমি জানতে চাচ্ছো এটা পারিবারিক কি না? আমার মনে হয়, সেখানে রান ছিল না।

মন্তব্য করুন: